Cashless Treatment Scheme:পথ দুর্ঘটনায় আহতদের জন্য এবার কেন্দ্রের বিশেষ চিকিৎসা স্কিম, জানালেন গডকড়ি, বাংলায় কি মিলবে?

পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সরকার এবার নয়া প্রকল্প আনতে চলেছে। এবার সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য় ক্যাশলেস চিকিৎসা ব্যবস্থা আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে সেটা আনা হবে। প্রথম পর্যায়ে চন্ডীগড় ও অসমে এই ব্যবস্থাকে লাগু করা হবে। এক্ষেত্রে কোথায় সড়ক দুর্ঘটনা হয়েছে সেটা বড় কথা নয়। এই ধরনের দুর্ঘটনা হলেই ক্যাশলেস চিকিৎসার স্কিম আনা হবে। 

লোকসভাতে একটা লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক, পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রী নীতীন গডকড়ি জানিয়েছেন, এই স্কিমের আওতায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ স্বাস্থ্য সংক্রান্ত প্যাকেজের ব্যবস্থা থাকবে। আয়ুস্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার আওতায় প্যানেলভুক্ত হাসপাতালে ট্রমা ও পলিট্রমা কেয়ারের বিশেষ ব্যবস্থা করা হবে। সর্বোচ্চ দেড় লাখ টাকা পর্যন্ত সহায়তা করা হবে। দুর্ঘটনার সর্বোচ্চ সাতদিন পর্যন্ত এই সহায়তা করা হবে। 

কেন্দ্রীয় সড়ক, পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রী নীতীন গডকড়ি জানিয়েছেন, মন্ত্রক একটি স্কিম তৈরি করেছে। পাইলট প্রকল্প হিসাবে সেটি লাগু করা হবে। চন্ডীগড় ও অসমে ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা করা হবে পথ দুর্ঘটনায় আহতদের ক্ষেত্রে। 

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, মন্ত্রকের তরফ থেকে একটি স্কিম তৈরি করা হয়েছে। পাইলট প্রকল্প হিসাবে চন্ডীগড় ও অসমে এই স্কিমকে লাগু করা হচ্ছে। এই প্রকল্প প্রয়োগ করার  ক্ষেত্রে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, স্থানীয় পুলিশ,প্যানেলভুক্ত হাসপাতাল, রাজ্যের স্বাস্থ্য বিষয়ক এজেন্সি, ন্যাশানাল ইনফরমেটিক্স সেন্টার, জেনারেল ইনস্যুরেন্স কাউন্সিল এই প্রকল্পটি লাগু করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে খবর।