paris olympics 2024 indian athletes performance 31st july till now

নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে ৬-২ সেটে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন দীপিকা। আগামীকাল, বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি।

নিজের ২৬ তম জন্মদিনে টেবিল টেনিসে জয় পেলেন শ্রীজা আকুলা। সিঙ্গাপুরের জিয়ান ঝেংকে ৪-২ গেমে হারালেন শ্রীজা। বার্থ ডে গার্ল জিতলেন ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২ ও ১২-১০ গেমে। সব মিলিয়ে ৫১ মিনিটে ম্যাচ জিতে নিলেন শ্রীজা।

নিজের ২৬ তম জন্মদিনে টেবিল টেনিসে জয় পেলেন শ্রীজা আকুলা। সিঙ্গাপুরের জিয়ান ঝেংকে ৪-২ গেমে হারালেন শ্রীজা। বার্থ ডে গার্ল জিতলেন ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২ ও ১২-১০ গেমে। সব মিলিয়ে ৫১ মিনিটে ম্যাচ জিতে নিলেন শ্রীজা।

শ্যুটিংয়ে পুরুষদের ৫০ মিটার ৩ পজিশন ইভেন্টের ফাইনালে ভারতের স্বপ্নিল কুশালে। যোগ্যতা নির্ণায়ক পর্বে সপ্তম স্থানে শেষ করলেন।

শ্যুটিংয়ে পুরুষদের ৫০ মিটার ৩ পজিশন ইভেন্টের ফাইনালে ভারতের স্বপ্নিল কুশালে। যোগ্যতা নির্ণায়ক পর্বে সপ্তম স্থানে শেষ করলেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় হকি দল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর আর্জেন্তিনার বিরুদ্ধে ড্র। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় হকি দল।

মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। গ্রুপ পর্বের ম্যাচে বুধবার প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না। ক্রিস্টিন কুবাকে ২১-৫, ২১-১০ স্ট্রেট গেমে হারালেন। গ্রুপ এম-এর শীর্ষস্থান পেলেন সিন্ধু।

মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। গ্রুপ পর্বের ম্যাচে বুধবার প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না। ক্রিস্টিন কুবাকে ২১-৫, ২১-১০ স্ট্রেট গেমে হারালেন। গ্রুপ এম-এর শীর্ষস্থান পেলেন সিন্ধু।

ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি ছিলেন লক্ষ্য সেনের প্রতিপক্ষ। তাঁকে ২১-১৮, ২১-১২ স্ট্রেট গেমে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তরুণ শাটলার।

ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টি ছিলেন লক্ষ্য সেনের প্রতিপক্ষ। তাঁকে ২১-১৮, ২১-১২ স্ট্রেট গেমে হারিয়ে পুরুষদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের তরুণ শাটলার।

মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের সানিভা হফস্ট্যাড (Sunniva Hofstad)। প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না লভলিনা। পৌঁছে গেলেন বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে। ৫-০ পয়েন্টের ব্যবধানে হারালেন।

মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে লভলিনার প্রতিপক্ষ ছিলেন নরওয়ের সানিভা হফস্ট্যাড (Sunniva Hofstad)। প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না লভলিনা। পৌঁছে গেলেন বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে। ৫-০ পয়েন্টের ব্যবধানে হারালেন।

শেষবেলায় হতাশ করলেন ভারতের টেবিল টেনিসের তারকা প্যাডলার মনিকা বাত্রা। প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের মিউ হিরানোর বিরুদ্ধে হেরে গেলেন। ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন জাপানের প্যাডলার।

শেষবেলায় হতাশ করলেন ভারতের টেবিল টেনিসের তারকা প্যাডলার মনিকা বাত্রা। প্রি কোয়ার্টার ফাইনালে জাপানের মিউ হিরানোর বিরুদ্ধে হেরে গেলেন। ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলেন জাপানের প্যাডলার।

Published at : 31 Jul 2024 10:07 PM (IST)

আরও জানুন খেলা

আরও দেখুন