Wayanad Landslides Update: রাহুলের পর এবার ধস বিধ্বস্ত ওয়ানাড়ে টিম পাঠাচ্ছে তৃণমূল, কারা যাবেন?

ওয়েনাডে ভয়াবহ বিপর্যয়। মৃত্যুর সংখ্য়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ধসের জেরে বহু মানুষের মৃত্যু। বহুজন এখনও নিখোঁজ। সেই পরিস্থিতি ওয়েনাড়ে পাশের গ্রামে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার সেই ধস বিধ্বস্ত ওয়েনাড়ে যাবে তৃণমূলের টিম। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। 

মমতা এক্স হ্যান্ডেলে লিখেছেন, কেরলের ওয়েনাড়ের বিপর্যয়ের খবর জেনে খুব বিচলিত। এটা একটা বিরাট দুর্যোগ। মানবিক দিক থেকে আমাদের দুজন এমপির একটি টিমকে পাঠাচ্ছি। সাকেত গোখলে ও সুস্মিতা দেব যাবেন সেখানে। ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন তাঁরা। তাঁরা দুদিন থাকবেন। দুর্গত পরিবারগুলিকে সহায়তা করতে সবরকম সহায়তা করবেন তারা। সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছেন, আমি ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। 

ওয়েনাড়ের ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। একেবারে ভয়াবহ পরিস্থিতি। সেই ওয়ানাড়ে গিয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। 

সূত্রের খবর, সোমবার গভীর থেকেই ওয়ানাড়ের মেপ্পাদির কাছে একাধিক পাহাড়ি এলাকায় ধস নামে। রাত ১ টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধস নেমেছিল। এর ঘণ্টাতিনেক পরে দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে। তার জেরে আশপাশের বাড়ি এবং দোকানের মধ্যে জল এবং কাদা ঢুকে যায়। ওই এলাকায় একটি ব্রিজও ভেঙে পড়ে। তার জেরে কমপক্ষে ৪০০টি পরিবার আটকে পড়ে। একাধিক গাড়ি ভেসে যায়।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগেই জানিয়েছেন, আগাম সতর্ক করা সত্ত্বেও কেরল সরকার এনিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। তবে এই সময় রাজনীতি না করার ব্যাপারে পরামর্শ দেন কেরলের মুখ্য়মন্ত্রী।

পরিস্থিতি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনা। কেরলের রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) জানিয়েছে, ফায়ার অ্যান্ড রেসকিউ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ এবং স্থানীয় কুইক রেসপন্স দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। কান্নুরের ডিএসসি সেন্টারের প্রায় ২০০ ভারতীয় সেনা এবং কোঝিকোড় থেকে ১২২ টিএ ব্যাটালিয়নও ঘটনাস্থলে রয়েছেন। এর পাশাপাশি, বিমানবাহিনীর তিনটি হেলিকপ্টার, একটি এমআই-১৭ বিমান উদ্ধার অভিযানে রয়েছে।

রাহুল গান্ধী জানিয়েছেন, এটা ভয়াবহ পরিস্থিতি। কেরলের জন্য। গোটা দেশের জন্য। আমরা পরিস্থিতি দেখতে এসেছি। কত মানুষ তাঁদের সব কিছু হারিয়েছেন। এটা যন্ত্রণার। আমরা সহায়তা করার চেষ্টা করছি। আরও অনেক কিছু করতে হবে। আমি চিকিৎসক, নার্স, প্রশাসন, স্বেচ্ছাসেবক সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

তবে এবার সেই ধস বিধ্বস্ত ওয়ানাড়ে যাচ্ছেন তৃণমূলের দুই প্রতিনিধি।