who is ms dhoni favourite bowler? get to know viral video

মুম্বই: বর্তমান ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিংহ ধোনির পছন্দের বোলার কে? পছন্দের ব্যাটারই বা কে? এক ইভেন্টে অংশ নেওয়ার পর ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে এমনই দুটো প্রশ্নের সম্মুখিন হতে হয়েছিল। সেখানেই দ্বিতীয় প্রশ্নের উত্তরটি সেভাবে দিতে না পারলেও প্রথম প্রশ্নের উত্তরটি মুহূর্তের মধ্যেই দিয়ে দিয়েছিলেন ধোনি। 

ইভেন্টে অংশগ্রহণকারী এক সাংবাদিক ধোনিকে প্রশ্ন করেছিলেন যে, ”ভারতীয় দলে আপনার পছন্দের বােলারের নাম কী?” বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক তাঁকে পালটা প্রশ্ন করেন, ”এখনকার ভারতীয় দলের?” তখন সাংবাদিক বলেন, ”হ্যাঁ, এখনকার ভারতীয় দলের।” তখন সঙ্গে সঙ্গেই ধোনি বলে ওঠেন, ”যশপ্রীত বুমরা”। এরপরই ধোনি বলেন, ”ব্যাটারদের মধ্যে কে সেরা, তার উত্তর দেওয়া কিছুটা চাপের আমার পক্ষে। কারণ এখন ভারতীয় দলে একাধিক দুর্দান্ত ব্যাটার রয়েছে।”

 

ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২০ সালে। কিন্তু আইপিএলে এখনও খেলছেন তিনি। অন্যদিকে, ভারতীয় দল ধোনি পরবর্তী সময়ে বিরাট কোহলির নেতৃত্বে খেলেছে ও বর্তমানে রোহিত শর্মার নেতৃত্বে খেলছে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে যদিও বিরাট ও রোহিত দুজনেই অবসর নিয়েছেন। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। 

লঙ্কা সিরিজ জিতে কী বললেন সূর্যকুমার?

নিজে অধিনায়ক হিসাবে সূর্যকুমার যাদবের শুরুটা দারুণ হল। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর অধিনায়কত্বে ৩-০ টি-টোয়েন্টি সিরিজ়ে জয় পেল টিম ইন্ডিয়া। তবে সিরিজ় জিতে কিন্তু দলের সতীর্থদেরই প্রশংসায় ভরালেন সূর্য। তৃতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সূর্যকুমার বলেন, ‘আমার দলের খেলোয়াড়রা এতটা দক্ষ, এতটা আত্মবিশ্বাসী, যে আমার কাজ খুবই সহজ হয়ে যায়। গত ম্যাচের পর আমি কয়েকজন বলেছিলাম ওদের এই ম্যাচে বিশ্রাম দেওয়া হবে এবং দলের স্বার্থে ওরা রাজিও হয়ে যায়। ফলে আমার কাজ সহজ হয়ে যায়। ব্যাটিংয়ের সময় চিন্তামুক্ত হয়ে নিজের খেলাটা খেলি।’ উল্লেখ্য, এখনও পর্যন্ত তিনি ৭১টি টি২০ ম্যাচ খেলেছেন সূর্যকুমার। মোট রান করেছেন ২ হাজার ৪৩২। গড় ৪২.৬৭৬। তাঁর সাম্প্রতিককালের পারফরম্যান্স দলে তাঁর জায়গাই পাকা করেনি, বিশ্ব ক্রিকেটে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এই মুহূর্তে অন্যতম সেরা ব্যাটারের নামও সূর্যকুমার যাদব।

আরও দেখুন