খোলামেলা পোশাকের জন্য মহিলাকে রেস্তোরাঁয় ঢুকতে মানা, বিতর্ক শুরু নেট দুনিয়ায়

একসময় ভারত যখন পরাধীন ছিল তখন ভারতের বড় বড় রেস্তোরাঁর সামনে নোটিশ ঝোলানো থাকতো, যাতে লেখা থাকতো, কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। যদিও সেই সময় ভারত পরাধীন ছিল, কিন্তু এখনও কিছু কিছু রেস্তোরাঁয় মানুষের পোশাক এবং স্ট্যাটাসের ওপর ভিত্তি করে তাঁদের সঙ্গে ব্যবহার করা হয়।

কিছুদিন আগেই এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে শাড়ি পরে থাকার দরুন এক মহিলাকে একটি বড় রেস্টুরেন্টে ঢুকতে মানা করা হয়। শুধু তাই নয়, কিছুদিন আগে এক দেশি পোশাক পরিহিত মানুষের সঙ্গেও ঠিক একই রকম ব্যবহার করা হয়। তবে এবার ভারতে নয়, ভারতের বাইরেও ঘটে গেল ঠিক এমনই একটি ঘটনা।

(আরও পড়ুন: কোরিয়ান বিয়েতে আফ্রিকান মহিলার নাচ ভারতীয় গানে, ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়)

সম্প্রতি মিনি এম ম্যাক নামের এক মহিলা সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন তাঁর সঙ্গে হওয়া অন্যায়ের কথা। ওই মহিলা লিখেছেন, ‘আমি জাস্ট এইমাত্র স্ট্র্যবের প্রাইম স্টেক এবং ব্যাটন রুজের সি ফুড নামক রেস্তোরাঁ থেকে বহিষ্কৃত হই।’

তিনি আরও লেখেন, ‘ওনাদের বক্তব্য অনুযায়ী, আমি যে পোশাকটি পরেছি সেটি অত্যাধিক খোলামেলা। আমার পোশাকের কারণে আমাকে সেখান থেকে বহিষ্কার করা হলো। ওনাদের ড্রেস কোডের নিয়ম অনুযায়ী আমাকে বিতাড়িত করা হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ওই রেস্টুরেন্টে পুরুষরা জিন্স পরে রয়েছে এবং মেয়েরা মিনি স্কাট পরে রয়েছে। ওনাদের পোশাক গ্রহণযোগ্য কিন্তু আমার পোশাক নাকি ওনাদের পরিবেশ খারাপ করছে।’

এই লেখাটির সঙ্গে পোস্টদাতা বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, পোস্টদাতার পোশাক, যেটি তিনি বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছেন। অন্য একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, রেস্টুরেন্ট – এর মালিক দেখাচ্ছেন কেন পোস্টদাতা তাঁদের রেস্টুরেন্টে বসতে পারবেন না।

অন্য একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই রেস্টুরেন্টের মহিলা কর্মীরা ছোট ছোট মিনি স্কার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন এবং পোস্টদাতা তাঁদের বারবার বলছেন, আপনারাও তাহলে মিনি স্কার্ট পরবেন না। আপনাদেরও বড় পোশাক পরা উচিত। সবশেষে রেস্টুরেন্টের অন্দরমহলের একটি ভিডিয়ো দেখা গেছে, যেখানে বেশ কয়েকটি ছবি সাজিয়ে রাখতে দেখা গেছে রেস্টুরেন্টের মধ্যে।

(আরও পড়ুন: অফ শোল্ডার বডিকন পোশাকে সুহানার ছবি হল ভাইরাল, ‘সুন্দর ‘! বললেন সকলে)

এই পোস্ট ইতিমধ্যেই প্রায় ৩,৪০০ জনের বেশি মানুষ লাইক করেছেন। একজন লিখেছেন, ‘সত্যি এটি ভীষণ দুঃখজনক।’ অন্য একজন লিখেছেন, ‘ছি , কী বাজে পরিবেশ।’ আবার একজন লিখেছেন, ‘জানা রইল এমন ঘটনা ঘটতে পারে যে কারোর সঙ্গে।’