কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধের কথা বলেছে সরকার: সিপিবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, ঘাতক, মানবতাবিরোধী অপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘ দিনের হলেও শাসকগোষ্ঠীর দলগুলো ক্ষমতার খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি। নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে।’

শুক্রবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবিরি নেতারা এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘এখন স্মরণকালের সংগঠিত হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারা দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধের কথা বলেছে। জামায়াতকে ধর্মভিত্তিক রাজনীতি, রাজনীতিতে ধর্মের ব্যবহার, যুদ্ধাপরাধী হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থি।’

বিবৃতিতে দুই নেতা বলেন, ‘আমরা জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধী, সংবিধানে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ থাকলেও রাজনীতিতে ধর্মের ব্যবহারসহ সন্ত্রাসী সংগঠন হিসেবে অবশ্যই নিষিদ্ধ চাই। একইসঙ্গে এই ধারার অন্যান্য সংগঠন ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ চাই। এদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আধিপত্য ধ্বংসে রাষ্ট্রীয় ভূমিকা ও জনগণের জাগরণ চাই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠা করতে চাই। এই কাজটি করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার অবসানে আন্দোলনের আহ্বান

পৃথক এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ রাজপথে পথে নেমে এসেছে। সরকারের বিরুদ্ধে গণরায় ঘোষণা করেছে। এটি উপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ।’

কালবিলম্ব না করে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে দেশের মানুষের গণরায়কে মেনে নেওয়া এবং সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে ‘স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার অবসান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন’ অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

শনিবার দেশব্যাপী সিপিবির বিক্ষোভ 

ছাত্র-জনতা হত্যার বিচার, রাজপথে থেকে বিভিন্ন বাহিনী প্রত্যাহার করে সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করা, গ্রেফতার-নির্যাতন-হয়রানি বন্ধ এবং হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে শনিবার (৩ আগস্ট) দেশব্যাপী বিক্ষোভের আহ্বান জানিয়েছে সিপিবি।

দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায়, রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।