Abhishek Banerjee: কর্পোরেট স্টাইলে ছাঁটাই হতে পারে তৃণমূলে, ঘাসফুলে ‘অভিষেক পলিসি,’ ঘুম উড়ল অনেকের

তৃণমূলকে নানা সময়ে পিসি ভাইপোর কোম্পানি বলে কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব। তবে এবার তৃণমূল নেতৃত্ব যে পথে হাঁটার চেষ্টা করছে তা যেকোনও কর্পোরেট সংস্থাকেও হার মানানোর পক্ষে যথেষ্ট। সাধারণত কর্পোরেট সংস্থায় দেখা যায় কর্মচারীদের কার দক্ষতা কতটা সেটা বিচার করা হয়। সবটাই নির্ভর করে পারফরম্যান্সর উপর। এবার তৃণমূলেও অনেকটা সেই কর্পোরেট সংস্কৃতি চলে এসেছে বলে অনেকেই মনে করছেন। 

এবার ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন গায়ে গতরে আপনি যে পরিশ্রম  আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে।

এই ব্যাপারটা ঠিক কী রকম? 

তৃণমূলের এক রাজ্য় নেতা বলেন, কিছুক্ষেত্রে দেখা যায় যে নেতৃত্বের একাংশ স্থানীয়স্তরে যখন নির্বাচন হচ্ছে তখন একেবারে ঝাঁপিয়ে পড়েন। আর যখন লোকসভা ভোট হচ্ছে তখন কেমন যেন একটা গা ছাড়া ভাব। তার প্রভাব ভোটের ফলাফলেও পড়ে। সেটাই এবার বিচার করা হবে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা তিনি পালন করেছিলেন সেটাই দেখা হবে। 

কার্যত একেবারে কর্পোরেট স্টাইল। কাজ করে পারফরম্যান্স দেখাতে পারলে ভালো। আর না পারলে সরে যেতে হবে। একেবারে সোজা হিসেব। 

এদিকে কিছুদিন আগে দলের অন্দরে প্রবীণদের টিকিট পাওয়া নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছিলেন অভিষেক। এনিয়ে দলের অন্দরে প্রবল জলঘোলা হয়। তবে শেষ পর্যন্ত অভিষেকের সেই পরামর্শ কাজে লাগেনি। ফের লোকসভা ভোটে টিকিট পেয়েছিলেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের মতো প্রবীণ তৃণমূল নেতৃত্ব। 

তবে তৃণমূলের যে নয়া নীতি তাতে দলের প্রবীণ নেতৃত্ব তাঁরা কতখানি পারফরম্যান্স দেখাতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে এবার কি তাঁদের ছেঁটে ফেলা হবে? 

তবে অন্দরের খবর, এবার দলের অন্দরে নেতৃত্বের পদে একাধিক রদবদল হতে পারে। উত্তরবঙ্গে একাধিক নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে এবার সরে যেতে হতে পারে তাঁদের। 

২০২৬ সালে বিধানসভা ভোট। তার আগে দলের অন্দরে বিরাট রদবদলের সম্ভাবনা। লোকসভা ভোটে কে কতটা যোগ্যতা দেখাতে পেরেছে তার একটা পরীক্ষা হয়ে গিয়েছে। এবার সেই পরীক্ষার ভিত্তিতে যে মূল্যায়ণপত্র তৈরি হয়েছে তার ভিত্তিতে সরানো হতে পারে অদক্ষ নেতৃত্বকে। কিন্তু এখানে আরও একটা প্রশ্ন রয়েছে। দলের অন্দরে অন্তর্ঘাত করেও যারা নেতৃত্বকে টানা তোষামোদ করে গিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তৃণমূল?