Asansol: বন্দুক নিয়ে বন্ধুদের মধ্যে চলছিল ‘ছেলে খেলা’, যুবকের চোখ ফুঁড়ে বেরিয়ে গেল গুলি

বন্দুক নিয়ে খেলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমানের আসানসোলের হীরাপুরের ঘটনা। নিহতের নাম আদিত্য মণ্ডল। কী ভাবে তার হাতে বন্দুক পৌঁছল তা জানতে বন্ধুদের জেরা করছে পুলিশ।

আরও পড়ুন – শিল্প-কারখানা তৈরির জন্য ১ টাকায় জমি সৌরভকে, জনস্বার্থ মামলায় বড় রায় হাইকোর্টের

পড়তে থাকুন – হামলা সত্ত্বেও সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল

 

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হীরাপুরের ধ্রুবডাঙা সেবা সমিতি নামে একটি ক্লাবের সামনে আড্ডা দিচ্ছিল কয়েকজন বন্ধু। সেখানে একটি বন্দুক নিয়ে আসে কেউ। বন্দুক হাতে নিয়ে দেখার জন্য বন্ধুরা কাড়াকাড়ি শুরু করে দেয়। তখনই অসাবধানতায় চলে গুলি। এক যুবক বন্দুক ধরে টান দিলে গুলি চলে যায়। গুলি লাগে আদিত্যর চোখে। মাথা ফুঁড়ে বেরিয়ে যায় গুলিটি। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বর্ধমানে স্থানান্তরিত করার পথে মৃত্যু হয় যুবকের।

আদিত্যর মা জানিয়েছেন, রোজ সন্ধ্যায় ছেলে ক্লাবে আড্ডা দিতে যায়। বৃহস্পতিবারও গিয়েছিল। হঠাৎ শুনি ওর গুলি লেগেছে। ছুটে গিয়ে দেখি চোখ ফুঁড়ে গুলি চলে গিয়েছে। ছেলে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মাটিতে। বন্দুক নিয়ে খেলা করতে গিয়ে এভাবে চোখে গুলি লাগতে পারে না। ওকে খুন করা হয়েছে। কী ভাবে ওই যুবকদের হাতে বন্দুক এল?

আরও পড়ুন – বাড়ির সুইমিং পুল থেকে ভ্যানিশ কচ্ছপ, আবার জামালের দুয়ারে বনকর্মীদের হতাশা

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুলি ছিটকে যুবকের মৃত্যু হয়েছে না কি তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে তা খতিয়ে দখছেন তদন্তকারীরা। যুবকদের হাতে বন্দুক কোথা থেকে এল তাও জানার চেষ্টা চলছে। নিহত যুবকের বন্ধুদের আটক করে জেরা করছেন তদন্তকারীরা।