BSF DG: সরানো হল বিএসএফের ডিজি ও স্পেশাল ডিজিকে, নিজেদের ক্যাডারে ফেরানো হল তাঁদের, কেন?

বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ডিরেক্টর জেনারেল নীতিন আগরওয়ালকে অবিলম্বে তাঁর মূল কেরল ক্যাডারে ফেরত পাঠানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। 

হঠাৎ করে কেরল ক্যাডারে ফেরানো নিয়ে সরকার মুখে কুলুপ এঁটেছে ঠিকই, তবে মনে করা হচ্ছে জম্মু সেক্টরে অনুপ্রবেশ বাড়ার কারণে নীতিন আগরওয়ালকে বিএসএফের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখার কিছু অংশে বিএসএফ পাহারা দেয়। 

মন্ত্রিসভার নিয়োগ কমিটি স্পেশাল ডিরেক্টর জেনারেল যোগেশ খুরানিয়াকেও বিএসএফ থেকে অব্যাহতি দিয়েছে। তাঁকে ওড়িশা পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়েছে। 

ওড়িশা ক্যাডারের ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার খুরানিয়া অরুণ সারঙ্গির স্থলাভিষিক্ত হলেন। ক্রমবর্ধমান জঙ্গি কার্যকলাপের পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরে বিএসএফ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ওড়িশায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই মনে করা হচ্ছে। 

খুরানিয়া জম্মু সীমান্তে দু’দিনের সফরে রয়েছেন যেখানে তিনি এই অঞ্চলের সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করেছেন। জম্মু সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর অনুপ্রবেশের আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

খুরানিয়া একটি সুরক্ষা পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন বিএসএফ জম্মুর আইজি, বিএসএফ কাশ্মীরের আইজি এবং জম্মু সীমান্তের উর্ধ্বতন কর্মকর্তারা, যেখানে পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। 

অন্যদিকে, ১৯৮৯ ব্যাচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার নীতিন আগরওয়াল গত বছর জুন মাসে সীমান্তরক্ষী বাহিনীর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০২২ সালের ৩১ ডিসেম্বর অবসর নেওয়া পঙ্কজ কুমার সিংয়ের স্থলাভিষিক্ত হন তিনি। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ডিজি সুজয় লাল থাওসেন সিংয়ের অবসরের পর অতিরিক্ত ক্ষমতায় বিএসএফের নেতৃত্ব দিয়েছেন। 

বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, চলতি বছরের ১ জুলাই পর্যন্ত বিএসএফের মোট ১০,১৪৫টি পদ খালি রয়েছে।

বিএসএফের ১০,১৪৫টি শূন্য পদের মধ্যে ৩৮৭টি গ্রুপ ‘এ’-এর গেজেটেড অফিসার (জিও), ১,৮১৬ জন গ্রুপ ‘বি’-তে অধস্তন অফিসার (এসও) এবং ৭,৯৪২ জন গ্রুপ ‘সি’-তে অন্যান্য পদমর্যাদার (ওআর) পদের জন্য।

তবে কেন তাঁদের এভাবে ফেরানো হল তাঁদের পেরেন্ট ক্যাডারে তা নিয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। সরকারি তরফেও এনিয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে নানা মহলে নানা চর্চা চলছে।