Howrah: নির্মিয়মান বাড়ির বিদ্যুতের তারে ছাতা স্পর্শ হয়ে মৃত্যু স্নাতকোত্তরের ছাত্রীর

বৃষ্টির মধ্যে বিদ্যুতের তারে ছাতা স্পর্শ হয়ে মৃত্যু হল এক ছাত্রীর। বৃহস্পতিবার হাওড়ার মালিপাঁচঘরার ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভী দাস নামে স্নাতকোত্তরের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি নির্মিয়মান বাড়ির প্রোমোটারের দিকে অভিযোগের আঙুল উঠেছে।

আরও পড়ুন – শিল্প-কারখানা তৈরির জন্য ১ টাকায় জমি সৌরভকে, জনস্বার্থ মামলায় বড় রায় হাইকোর্টের

পড়তে থাকুন – হামলা সত্ত্বেও সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল

 

ঘটনা মালিপাঁচঘরার ভৈরব ঘটক লেনের। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টি হলেই সেখানে হাঁটু জল জমে যায়। ব্যতিক্রম হয়নি বৃহস্পতিবারও। সকাল থেকে নাগাড়ে বৃষ্টিতে হাঁটু সমান জল জমেছিল ভৈরব ঘটক লেনে। বৃহস্পতিবার রাত পৌনে ন’টা নাগাদ জল পেরিয়ে বাবার দোকানে আসার চেষ্টা করছিলেন স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী সৌরভী দাস (২২)। তখনই একটি নির্মিয়মান বহুতলের সামনে ঝুলন্ত তারে তাঁর ছাতাটি স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তড়িদাহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলের উলটো দিকেই সৌরভীর বাবার দোকান। মেয়েকে লুটিয়ে পড়তে দেখে তিনি ছুটে আসেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনায় শুক্রবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকায় জল নিকাশির অব্যবস্থা নিয়ে হাওড়া পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। সঙ্গে প্রোমোটারের বিরুদ্ধেও দেখা যার ক্ষোভ।

আরও পড়ুন – বাড়ির সুইমিং পুল থেকে ভ্যানিশ কচ্ছপ, আবার জামালের দুয়ারে বনকর্মীদের হতাশা

ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী অরূপ রায় বলেন, ‘এই মৃত্যু অত্যন্ত দুঃখের। হাওড়ায় পাম্পিং স্টেশন তৈরির কাজ চলছে। সেটা চালু হলে এই সমস্যার সমাধান হবে। কাজ চলছে। একটু সময় লাগবে।’

ঘটনার জেরে এলাকায় শোকের আবহ। জলজ্যান্ত মেয়েটাকে হারিয়ে দিশেহারা পরিবার।