Paris Olympics 2024 Dhiraj Bommadevara and Ankita Bhakat lost to Korea Republic in archery semifinal to play in bronze match

প্যারিস: আশা জাগিয়েও শেষরক্ষা করতে পারলেন না ভারতের ধীরাজ বোম্মাদেভারা (Dhiraj Bommadevara) ও অঙ্কিতা ভকত (Ankita Bhakat)। তিরন্দাজিতে রিকার্ভ মিক্সড টিম বিভাগের সেমিফাইনালে কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথম সেট জিতেছিলেন ধীরাজ ও অঙ্কিতা। কিন্তু পরের তিনটি সেটই হেরে বসলেন। তিরন্দাজিতে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হল ভারতের। তবে প্যারিস থেকে খালি হাতে ফিরতে নাও হতে পারে ভারতীয় তিরন্দাজদের। 

সেমিফাইনালে হেরে গেলেও তিরন্দাজিতে রিকার্ভ মিক্সড টিম বিভাগে ব্রোঞ্জের ম্যাচ খেলবেন ধীরাজ ও অঙ্কিতা। সেই ম্যাচে তাঁদের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। যারা দ্বিতীয় সেমিফাইনালে জার্মানির কাছে হেরে গেল। 

ভারতীয় তিরন্দাজদের ম্যাচের আগে আশায় বুক বেঁধেছিল দেশবাসী। কারণ, কোরিয়া প্রজাতন্ত্রকে হারাতে পারলেই রুপো নিশ্চিত হয়ে যেত। চলতি অলিম্পিক্সে যে তিনটি পদক এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে জমা পড়েছে, সব কটিই ব্রোঞ্জ। তাই রুপোর জন্য স্বপ্ন দেখেছিলেন ক্রীড়াপ্রেমীরা। 

প্রথম সেটে অনবদ্য ছন্দে ছিলেন ধীরাজ ও অঙ্কিতা। ৩৮-৩৬ পয়েন্টে প্রথম সেটে কোরিয়া প্রজাতন্ত্রকে হারিয়ে দেন তাঁরা। তবে চার সেটের ম্যাচে দুরন্তভাবে ঘুরে দাঁড়ায় কোরিয়া প্রজাতন্ত্র। দ্বিতীয় সেট ৩৮-৩৫ ব্যবধানে জিতে নেয় তারা। সেই সঙ্গে ম্যাচেও সমতা ফেরায়। 

 

তৃতীয় সেটেও কোরিয়া প্রজাতন্ত্রের কাছে হার স্বীকার করতে হয় ভারতকে। মাত্র এক পয়েন্টের ফারাকে, ৩৭-৩৮ পয়েন্টে তৃতীয় সেটে হেরে যায় ভারত। ম্যাচকে শ্যুট অফে টেনে নিয়ে যেতে হলে চতুর্থ সেটে জিততেই হতো ভারতকে। কিন্তু সেখানেই পারলেন না ধীরাজ ও অঙ্কিতা। তৃতীয় সেটের মতোই মাত্র এক পয়েন্ট কম স্কোর করে সেট ও ম্যাচ হেরে বসলেন। ভারত ৩৮ পয়েন্ট স্কোর করেছিল যেখানে কোরিয়া প্রজাতন্ত্র চতুর্থ সেটে ৩৯ পয়েন্ট স্কোর করে। সব মিলিয়ে ২-৬ সেটের ব্যবধানে ভারতকে হারায় কোরিয়া প্রজাতন্ত্র। শুক্রবার রাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রোঞ্জের ম্যাচে নামছেন ধীরাজ ও অঙ্কিতা।

আরও পড়ুন: ইতিহাস গড়ার সুযোগ, শ্যুটিংয়ে ফের এক ফাইনালে উঠলেন ভারতের মনু

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন