Paris Olympics 2024 PV Sindhu lost to He Bing Jiao of China in womens singles round of 16

প্যারিস: তিনি ভারতের প্রথম মহিলা অ্যাথলিট হিসাবে অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন। রিও ও টোকিও – পরপর দুই অলিম্পিক্সে পদক রয়েছে পি ভি সিন্ধুর (PV Sindhu) সাফল্যের ঝুলিতে। যে সাফল্যে ভাগ বসিয়েছেন মনু ভাকের। শুধু জোড়া পদকই নয়, ভারতীয় শ্যুটার এক গেমসে দুটি পদক জিতে নজির গড়েছেন। তৃতীয় অলিম্পিক্স পদক জিতে কি ফের নিজের সিংহাসন ফেরাতে পারবেন সিন্ধু?

বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধুর ম্যাচের আগে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। সিন্ধুর লড়াই ছিল কঠিন। কারণ, প্রতিপক্ষ চীনের হে বিং জিয়াও ষষ্ঠ বাছাই। যেখানে সিন্ধু প্যারিস অলিম্পিক্সে দশম বাছাই। কিন্তু ম্যাচে যে বাছাই তালিকার খুব একটা প্রভাব পড়বে না, প্রথম গেমেই তা বুঝিয়ে দেন সিন্ধু। প্রথম গেম তিনি হেরে গেলেও জিয়াওর সঙ্গে সমানে সমানে টক্কর দেন। 

প্রথম গেমে একটা সময় ১-৪ ও তারপর ৭-২ গেমে পিছিয়ে পড়েছিলেন সিন্ধু। সেখান থেকে ১২-১২ করে দেন ভারতীয় শাটলার। যদিও শেষ পর্যন্ত ২১-১৯ পয়েন্টে প্রথম গেম জিতে নেন জিয়াও।

দ্বিতীয় গেমের শুরুতে দুই শাটলারই সেয়ানে সেয়ানে লড়াই করেন। একটা সময় দ্বিতীয় গেম ২-২ অবস্থায় ছিল। সেখান থেকে টানা ৬ পয়েন্ট জিতে ৮-২ করে দেন জিয়াও। তারপর ব্রেক করলেও ধারাবাহিকতা বজায় রেখে ১৪-৬ করে দেন জিয়াও। ক্ষিপ্রতায় যেন জিয়াওয়ের সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারছিলেন না সিন্ধু। দ্বিতীয় গেমেও ২১-১৪ ব্যবধানে হেরে যান সিন্ধু। স্ট্রেট গেমে ম্যাচ হেরে ছিটকে গেলেন ভারতীয় শাটলার। 

 

টোকিও অলিম্পিক্সে সিন্ধুর কাছে ব্রোঞ্জের ম্যাচে হেরেছিলেন জিয়াও। প্যারিসে বৃহস্পতিবার স্ট্রেট গেমে জিতে যেন সেই হারের মধুর প্রতিশোধ নিলেন চিনা শাটলার। সিন্ধু ছিটকে যাওয়ায় ব্যাডমিন্টন কোর্টে ভারতের সেরা বাজি হিসাবে রইলেন লক্ষ্য সেন। যিনি স্বদেশীয় এইচ এস প্রণয়কে হারিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছেন।

আরও পড়ুন: অলিম্পিক্সে নামার আগে গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় গল্ফার, মা ভর্তি প্যারিসের হাসপাতালে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন