Viral Video: ক্লাসে মাদুর বিছিয়ে ঘুমোচ্ছেন ম্যাডাম! পাখার বাতাস করছে ছাত্রীরা, লজ্জাজনক ভিডিয়ো ভাইরাল

ক্লাসে ঘুমোতে গিয়েছিলেন শিক্ষিকা! ছোটদের পড়াশোনা করানোর বদলে, তাঁর এই মাদুর বিছিয়ে লম্বা ঘুম যে ভাইরাল হয়ে যাবে, এমনটা হয়ত স্বপ্নেও ভাবেননি আগে। এখন রীতিমত ট্রোলের শিকার হচ্ছেন তিনি। আলিগড় জেলার ধনিপুর ব্লকের ঘটনা এটি। সেখানকার গোকুলপুর গ্রামের একটি সরকারি স্কুল থেকে এই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যা দেখে রীতিমত ছি ছি করছেন নেটিজেনরা।

আরও পড়ুন: (International Tiger Day: ঠিক কী কারণে পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস? কী গুরুত্ব এই দিনটির)

কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে

ভিডিয়োটিতে দেখা গিয়েছে যে ক্লাসরুমের মেঝেতে একটি মাদুরের উপর অঘোরে ঘুমোচ্ছেন শিক্ষিকা। শিশুরা তাঁকে পালা করে হাত পাখা দিয়ে হাওয়া দিচ্ছে। ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে তদন্তের আহ্বানও জানানো হয়েছে। খুব স্বাভাবিকভাবেই, ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর, ওই ছাত্রীদের অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তাঁরা।

আরও পড়ুন: (Viral: রান্নাঘর থেকে সোজা খাবার পরিবেশন করছে রোবট ‘অনন্যা’, হোটেলের ভিডিয়ো ভাইরাল)

যেহেতু বিষয়টি উত্তরপ্রদেশের শিক্ষা প্রতিমন্ত্রী সন্দীপ সিংয়ের নিজ জেলার সঙ্গে সম্পর্কিত, তাই সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়েও নানা প্রশ্ন উঠছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর বিএসএ বিষয়টি তদন্ত শুরু করেছে। এলাকার বেসিক এডুকেশন অফিসার (বিএসএ) রাকেশ কুমার জানিয়েছেন, আমি ভিডিয়োটি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখতে স্কুলে একটি টিম পাঠানো হবে এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এমনিতে স্কুলের অধ্যক্ষের সঙ্গে কথা বলার জন্য কয়েকবার চেষ্টা করেছি কিন্তু কোনও ফল হয়নি।

আরও পড়ুন: (This drug will solve trouble being a mom: মা হতে সমস্যা? এই একটি ওষুধ করবে সব সমস্যার সমাধান, বললেন গবেষকরা)

নাম প্রকাশ না করার শর্তে এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন এক শিক্ষার্থীর বাবা। তিনি বলেছেন, ‘বেসরকারি স্কুলের ফি দিতে পারি না বলেই আমরা আমাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠাই। সরকারি স্কুলের শিক্ষকরা যদি শিক্ষা না দিয়ে এমন আচরণ করেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা কী শিখবে? এমন শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা খুব দরকার।’

হুতাশাজনকভাবে, আরও একটি ভিডিয়োতে দেখা গিয়েছে যে একই শিক্ষক শিক্ষার্থীদের মারধর করছেন। ব্লক শিক্ষা অফিসারের একটি তদন্ত নিশ্চিত করেছে, যে শিক্ষিকার ঘুমের ভিডিয়ো ভাইরাল হয়েছে, এবং যে শিক্ষিকার পড়ুয়াদের মারধর করছিলেন, উভয় ফুটেজই একজনের, যদিও পরবর্তী ভিডিয়োটি আগের সময়ের। তাই কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করতে একটি তদন্ত দল গঠন করা হবে।