WBCHSE: আরও স্মার্ট হচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, ফেসবুকে-ইউটিউবে আসবে বার্তা

যত দিন গিয়েছে ততই স্মার্ট হয়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার সোশ্যাল মিডিয়ায় চলে এল উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। ছাত্রছাত্রী, অভিভাবক সহ বিভিন্ন মহলে বার্তা দেওয়ার জন্য এবার ফেসবুক ও ইউটিউবকে কাজে লাগাবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

আসলে বর্তমান সময়ে দেখা যায় ছাত্রছাত্রীরা অনেকেই ফেসবুক ও ইউটিউবে বুঁদ হয়ে থাকে। আর সেই ফেসবুক আর ইউটিউবের মাধ্যমেই নিজেদের বার্তা পৌঁছে দিতে চাইছে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ। কারণ এই দুই মাধ্যমে যদি কিছু পোস্ট করা হয় তবে তা দ্রুত পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে। সেকারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই ফেসবুক ও ইউটিউব চ্যানেল চালু করেছে। এখানে একাধিক বার্তা দেওয়া হবে। যেমন একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি, ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন, ফর্মপূরণ করা সহ একাধিক তথ্য এই চ্যানেলের মধ্য়েই দেওয়া হবে। 

কেন ইউটিউব ও ফেসবুকে আসছে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ? 

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আজকাল ছাত্রছাত্রী, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের একটা বড় অংশ সোস্য়াল মিডিয়ায় অ্য়াক্টিভ থাকেন। কিন্তু ওয়েবসাইট নিয়ে তাঁদের বিশেষ আগ্রহ নেই। সেকারণে আমরা এবার সোস্যাল মিডিয়ায় এলাম। 

সেক্ষেত্রে এবার থেকে ইউটিউবে গিয়ে https://www.youtube.com/@wbchse1975 

এই লিঙ্কে গিয়ে ক্লিক করলে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদের ইউটিউব চ্যানেলে যাওয়া যাবে। 

এতদিন ধরে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ ওয়েবসাইটেই তাদের নানা ধরনের নোটিশকে পোস্ট করত। কবে থেকে পরীক্ষা, কবে থেকে রেজিস্ট্রেশন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য় ওয়েবসাইটেই দেওয়া হত। তবে এবার থেকে কিছুটা অন্যরকম ব্যবস্থা করা হচ্ছে। এবার ইউটিউব ও ফেসবুকে গেলেই উচ্চমাধ্য়মিক সংক্রান্ত নানা বিষয় জানা যাবে। 

তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ কিছুটা স্মার্ট হলেও খাতা দেখার ক্ষেত্রে এখনও নানা ধরনের ভুল থেকেই যায়। এনিয়ে

এনিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘মূল্যায়ন প্রক্রিয়া নির্ভুল করতে পর্ষদ এই বছর বিষয়ভিত্তিক মডেল আনসার স্ক্রিপ্ট আগাম পাঠিয়েছে পরীক্ষকদের কাছে। ভুল থাকা খাতার পরীক্ষক, স্ক্রুটিনিয়ার এবং প্রধান পরীক্ষকদের সতর্ক করা হয়েছে।’

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘ভুল সংশোধনে আমরা অঞ্চলভিত্তিক প্রধান পরীক্ষকদের সঙ্গে দ্রুত বৈঠক করব। এত ভুল কেন হচ্ছে?‌ সেটা তাঁদের থেকে জানতে যাওয়া হবে।’