Yatri Sathi app: আজ থেকে বিমানবন্দরে যাত্রী সাথী এসি ক্যাব বুক করলে দিতে হবে অতিরিক্ত ৭০ টাকা

চালক এবং যাত্রী উভয়ের সুবিধার জন্য গত বছর যাত্রী সাথী অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। ভারসাম্য বজায় রেখে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে অ্যাপ ক্যাব পরিষেবার ক্ষেত্রে। এই অ্যাপে কোনও কমিশন পদ্ধতি না থাকায় চালকরা সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে যাচ্ছেন। ক্রমেই এই অ্যাপ নির্ভর ক্যাবের চাহিদা বাড়ছে। তবে এবার থেকে কলকাতা বিমানবন্দরে যাত্রী সাথী অ্যাপে এসি ক্যাব বুকিং করলে যাত্রীদের দিতে হবে অতিরিক্ত ৭০ টাকা। অর্থাৎ বিমানবন্দর থেকে গন্তব্যস্থলে যেতে যে ভাড়া লাগবে তার সঙ্গে আরও ৭০ টাকা জুড়তে হবে। আজ শুক্রবার থেকেই এই নয়া ব্যবস্থা চালু হচ্ছে। কিন্তু, হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

আরও পড়ুন: ‘‌যাত্রী সাথী’‌ অ্যাপ পরিষেবায় এবার ঝঞ্ঝাট থেকে মুক্তি যাত্রীদের, সস্তায় গন্তব্যস্থল

জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত ওলা, উবার এবং স্ন্যাপ ই সংস্থার অ্যাপ ক্যাবের ক্ষেত্রে বিমানবন্দরে পার্কিং ফি নেওয়া হতো। তবে যাত্রী সাথীর ক্যাবের ক্ষেত্রে এতদিন বিমানবন্দরে কোনও পার্কিং ফি নেওয়া হতো না। তবে আজ শুক্রবার থেকে যাত্রী সাথী অ্যাপ নির্ভর ক্যাবেও পার্কিং ফি নেওয়া হবে। সেই কারণে প্রতি ট্রিপে অতিরিক্ত ৭০ টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত ২৫ জুলাই এনিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ, পার্কিং এজেন্সি, বিধাননগর পুলিশ এবং যাত্রী সাথী ক্যাব পরিষেবাতে সফ্টওয়্যার সহায়তা প্রদানকারী সংস্থার মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্যান্য অ্যাপ ক্যাব সংস্থা অর্থাৎ ওলা, উবার এবং স্ন্যাপ ই-র কাছ থেকে বিমানবন্দর প্রাঙ্গণে পার্কিং ফি বাবদ ১০০ টাকা নেওয়া হয়ে থাকে। বিমানবন্দর কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত যাত্রী সাথী ক্যাবগুলির থেকে পার্কিং ফি নেয়নি। ফলে আজ থেকে যাত্রী সাথী অ্যাপ ক্যাবে এই ভাড়া ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে। সরকারের এক আধিকারিক জানিয়েছেন, এসি এবং নন-এসি যাত্রী সাথী ক্যাবগুলির বুকিং আলাদা করা হয়েছে৷ যারা নিজেরাই ক্যাব বুক করেন, তাদের নতুন ভাড়া সম্পর্কে বলার জন্য প্রতিনিধি রয়েছেন। তবে যাত্রী সাথী অ্যাপের অধীনে বুক করা নন-এসি হলুদ ক্যাবগুলির জন্য কোনও অতিরিক্ত ফি লাগবে না। বিমানবন্দরে যানবাহন পার্কিং পরিচালনাকারী সংস্থা ওমেগা এন্টারপ্রাইজের আধিকারিক রাজু পি আর বলেন, ‘আমরা এসি যাত্রী সাথী ক্যাবগুলির ক্ষেত্রে অন্যান্য বেসরকারি পরিচালিত অ্যাপ সংস্থার থেকে কম পার্কিং ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’