আ.লীগের শনিবারের ‘শোক মিছিল’ বাতিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবার (৩ আগস্ট) বিকালে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে পূর্ব নির্ধারিত এ শোক মিছিল বাতিল করেছে দলটি।

শুক্রবার (২ আগস্ট) আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খানের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে শনিবার আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল হবে না।

এর আগে বুধবার (৩১ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শোকের মাস আগস্ট উপলক্ষে শনিবার বিকাল ৩টায় রাজধানী ঢাকায় ‘শোক মিছিল’ করবে আওয়ামী লীগ। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হবে মিছিলটি।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত হবে। সেটি একদিন পিছিয়ে শনিবার ‘শোক মিছিল’ করার কথা জানিয়েছিল দলটি।

এদিকে, একটি সূত্র জানিয়েছে, শোক মিছিল কর্মসূচি বিষয়ে ঢাকা জেলা ও মহানগরের সংসদ সদস্যদের নিয়ে শুক্রবার বিকআলে বৈঠক করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে বলা হয়, কোটা আন্দোলনকারীদের শুক্রবার মিছিল আছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তাই তারা শুক্রবারের স্থলে শনিবার কর্মসূচি করার পরামর্শ দেয়। পরে বিষয়টি আওয়ামী লীগের হাইকমান্ডকে জানানো হলে শুক্রবারে স্থলে শনিবার শোক মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে শনিবারও ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

/এমআরএস/এফআর/