Happy friendship day: বাংলা বা ইংরেজি নয়, আঞ্চলিক ভাষায় বন্ধুকে জানান বন্ধু দিবসের শুভেচ্ছা

ভালোবাসার মতোই বন্ধু মানে না কোনও জাতপাত ধর্ম। কর্ম ক্ষেত্রে বা পড়াশুনোর জগতে থাকাকালীন যে কোনও মানুষের সঙ্গেই আপনার বন্ধুত্ব তৈরি হয়ে যেতে পারে। কখন যে সেই বন্ধু মনের মনিকোঠায় চিরকালের জন্য জায়গা করে নেয়, তা যেন বোঝাই যায় না। এই বন্ধুই একসময় পরিবারের একজন হয়ে ওঠে।

বন্ধুত্ব যে শুধুমাত্র জাত পাত ধর্ম মানে না তা নয়, বন্ধু কিন্তু ভেঙে দেয় সমস্ত ভাষার ঘেরাটোপ। বহু মানুষ ভিন রাজ্যে, ভিন ভাষার মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে। তাদের সঙ্গে তাদের ভাষাতেই কথা বলে। তাই বন্ধুত্ব দিবসে শুধু বাংলা বা ইংরেজি ভাষায় নয়, বন্ধুকে জানান তাদের আঞ্চলিক ভাষায় শুভেচ্ছা।

কবে পালন করা হয় বন্ধু দিবস? 

 

প্রতিটি মানুষের জীবনে কোনও না কোনও বন্ধুর বড় অবদান থেকে থাকে। এই বন্ধুর ভালবাসাকে সম্মান করার জন্যই ১৯৫৮ সালের ৩০ জুলাই প্রথম বন্ধু দিবস পালন করার প্রস্তাব দেওয়া হয় জাতিসংঘের তরফ থেকে। পরবর্তীকালে ২০১১ সালের ২৭ এপ্রিল ৩০ জুলাইকে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে ঘোষণা করা হয়। যদিও ভারতে প্রতিবছর আগষ্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বন্ধু দিবস।

(আরও পড়ুন: অবাধ্য শিশুকে শায়েস্তা করতে দারুন ট্রিক মহিলার, পোস্ট দেখে হেসে খুন সকলে)

আঞ্চলিক ভাষায় বন্ধু দিবসের শুভেচ্ছা 

 

হিন্দি ভাষায়: আপকে লিয়ে মিত্রতা দিবস মঙ্গলময় হোক।

উর্দু ভাষায়: দোস্তি কা দিন মুবারক হো।

পাঞ্জাবি ভাষায়: মিত্রতা দিবস মুবারকা।

গুজরাটি ভাষায়: খুসা মিত্রতা দিবসা।

মারাঠি ভাষায়: আনন্দী মৈত্রী দিবস।

মালায়লম ভাষায়: সানতিসাকারাময়া সাহর্দা দিনম।

কান্নাড়া ভাষায়: স্নেহ দিনাকারানেয়া শুভস্য।

তেলুগু ভাষায়: স্নেহা দিনোৎসব শুভাকাঙ্কসালু।

তামিল ভাষায়: ইনিয়া নাতপু নাল।

(আরও পড়ুন: অটোর গায়ে ভ্যান গগের আঁকা ছবি! মুম্বইয়ের রাস্তা হঠাৎ রঙিন)

প্রসঙ্গত, তবে যে ভাষাতেই বন্ধু দিবসের শুভেচ্ছা জানান না কেন, বন্ধু শুধু বোঝে ভালোবাসার ভাষা। তাই এই বন্ধু দিবসে শপথ করুন, কোনও হিংসা বা হানাহানি নয়, সবাই মিলে শুধুই উদযাপন হবে বন্ধুত্বের ভালোবাসার দিন।