Paris Olympics 2024 Manu Bhakers Coach Samaresh Jung welcomed by house demolition notice get to know full story

প্যারিস: অলিম্পিক্সের মঞ্চে তাঁর ছাত্রী একের পর এক পদক জিতছেন। মনু ভাকের। ভারতের হয়ে দুটো ব্রোঞ্জ ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছেন তারকা এই শ্যুটার। আজ আরও একটি ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু মনু যখন প্যারিস পদক জয়ের জন্য় লড়ছেন। তখন বাড়ি ফিরেই যেন আকাশ ভেঙে পড়ল মনু ভাকের ও সরবজ্যোৎ সিংহের কোচ সমরেশ জংয়ের। তাঁকে বাড়ি খালি করার নোটিশ দেওয়া হয়েছে। খাইবার পাস এলাকায় জংয়ের বাড়ি। তিনি দেশে ফিরে জানতে পারেন যে ২ দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে তাঁকে। 

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মনুর কোচ বলেন, ”আমার পরিবার নিয়ে গত ১৯৫০ সাল থেকে এই কলোনীতে মোট গত ৭৫ বছর ধরে বসবাস করছি। হঠাৎ করে কলোনীকে অবৈধ ঘোষণা কেন করা হল? আমরা আদালতে গিয়েছিলাম, কিন্তু সেখানেও আমাদের আবেদন প্রত্যাখান করা হয়েছে। দু দিন মাত্র হাতে সময় দেওয়া হয়েছে। কিন্তু এত কময় সময়ে বাড়ি খালি করা খুবই কঠিন কাজ। আমার আরও কিছুদিন সময় লাগবে।”

২০০৬ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী সমরেশ নিজের সোশ্য়াল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি লিখেছেন, ”ভারতীয় শ্যুটি থেকে দুটো পদক জেতার পর আমি বেশ আনন্দিত ছিলাম। উত্তেজিত ছিলাম। দলের কোচ, আমি প্যারিস থেকে দেশে ফিরে এসেছিলাম। কিন্তু এসেই হতাশাজনক খবরটি পেলাম। আমার বাড়ি ও এলাকাটি দুদিনের মধ্যে ভেঙে ফেলা হবে।”

 

ভূমি ও উন্নয়ন অফিস থেকে নোটিশ পাঠানো হয়েছিল সমরেশকে। মনুর কোচ জানিয়েছেন যে নোটিশে উল্লেখ করা হয়েছে এলাকাটি প্রতিরক্ষা মন্ত্রকের বলে তা ছেড়ে দিতে বলা হয়েছে। উল্লেখ্য, ২০০৮ বেজিং অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন সমরেশ। এছাড়াও ২০০৬, ২০১০ কমনওয়েলথ গেমসে মোট সাতটি সোনা, পাঁচটি রুপো ও দুটো ব্রোঞ্জ জিতেছিলেন।

আরও দেখুন