Sexual Harassment: কিশোরীকে ‘আই লাভ ইউ’ বলে জেল খাটতে হল যুবককে, করা হল জরিমানাও

১৪ বছর বয়সি এক কিশোরীকে আই লাভ ইউ বলা তার মর্যাদাহানি করার সমান। এর জেরে স্পেশাল পকসো কোর্ট ১৯ বছর বয়সি ওই যুবককে দু বছরের জন্য সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। 

বিচারপতি অশ্বিনী ডি লোখান্ডে জানিয়েছেন, দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল এটা দুজন সাক্ষী স্বীকার করেননি। অভিযুক্তকে ২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। 

২০১৯ সালে এই ঘটনা হয়েছিল। এরপর ওই যুবককেও গ্রেফতারও করা হয়। তাকে ২০২৩ সালে জামিন দেওয়া হয়। তিনি দু বছর জেল খাটার জেরে তার বিরুদ্ধে যে রায় হয়েছে সেটা আর কার্যকরী হচ্ছে না। 

এদিকে ওই কিশোরী ও তার মা, যে পুলিশ আধিকারিক ওই ১৪ বছর বয়সি কিশোরীর বয়ান রেকর্ড করেছিলেন তাঁদের সঙ্গে কথা বলেছিলেন পাবলিক প্রসিকিউটর গীতা মালাঙ্কার।  ঘটনার সময় ওই কিশোরীর বয়স ছিল মাত্র ১৪ বছর। 

ঠিক কী হয়েছিল ঘটনাটি? 

২০১৯ সালের ৯ সেপ্টেম্বরের ঘটনা। রাত ১১টা নাগাদ ঘটনাটি হয়েছিল। চা পাতা কেনার জন্য ওই কিশোরীকে দোকানে পাঠিয়েছিলেন তার মা। সে যখন দোকান থেকে ফিরছিল তখন ওই কিশোরী সবে একতলায় উঠতে যাবে তখন ওই যুবক তার হাত ধরে টানে। তাকে কাছে টেনে নিয়ে বলেছিল আই লাভ ইউ। এদিকে ওই যুবক ওই কমপ্লেক্সেই থাকত। ওই যুবক বলেছিল আমি তোমাকে খুব ভালোবাসি। এরপরই ওই কিশোরী চিৎকার করে বাড়িতে ঢুকে পড়ে। গোটা বিষয়টি সে মাকে বলে। এরপরই তার মা সিঁড়ি দিয়ে নেমে আসেন। অভিযুক্তের সঙ্গে তার তীব্র বচসা হয়। 

আর তখনই ওই যুবক কিশোরীর মাকে হুমকি দেয় বলে অভিযোগ। ততক্ষণে কমপ্লেক্সের অন্য বাসিন্দারা চলে এসেছেন। পরের দিন কিশোরীর মা থানায় অভিযোগ জানান। অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। যৌন হেনস্থার অভিযোগও আনা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। 

এরপর গ্রেফতার করা হয় ওই যুবককে। আদালত তার দু বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে ততদিন তার দু বছর জেল খাটা হয়ে গিয়েছে। তিনি জামিনও পান। তবে এভাবে রাস্তায় হাত ধরে কিশোরীকে আই লাভ ইউ বলে কার্যত বড় মাসুল দিতে হল ওই যুবককে। তাকে জেলও খাটতে হল এবার। এদিকে এই রায়ের জেরে এবার সতর্ক হতে পারেন অনেকেই।