রবিবার রংপুরে যাচ্ছে কমিশন, আনা হবে আন্তর্জাতিক তদন্ত সংস্থার কর্মকর্তাদের

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘটিত ঘটনায় মৃত্যু এবং ধ্বংসযজ্ঞের ব্যাপারে বিশদ তদন্ত করতে রবিবার (৪ আগস্ট) রংপুরে যাচ্ছেন এ উদ্দেশে গঠিত তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন।

শনিবার (৩ আগস্ট) তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা প্রদানকারী কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে কমিশনের সভাপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, আমরা আমাদের তদন্তের কাজ শুরু করে দিয়েছি। আমাদের তদন্ত কমিশনের পরিধির আওতাভুক্ত সকল হত্যা এবং ধ্বংসযজ্ঞের ব্যাপারে বিশদ তদন্ত করবো। এই তদন্তের সকল তথ্য-উপাত্তের ব্যাপারে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নিয়ে কে বা কারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী সেটা নিরূপণ করবো।

কমিশন সূত্র বলছে, পূর্ব-নির্ধারিত কার্যক্রম অনুসারে রবিবার (৪ আগস্ট) কমিশনের সদস্যরা রংপুরে যাবেন। এরপর ৮ আগস্ট পর্যন্ত সেখানে সার্কিট হাউজে অবস্থান তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। এসময়ে তারা ঘটনাস্থলগুলোতে পরিদর্শন এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত ১ আগস্ট বিকালে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ও আহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে ও কারণ উদঘাটন করতে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়।