ব্যাংক খোলা থাকলেও গ্রাহক উপস্থিতি  কম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের মধ্যে রবিবার (৪ আগস্ট) ব্যাংক খোলা রাখা হলেও গ্রাহকদের উপস্থিতি খুবই কম। রাজধানীর মতিঝিল, পল্টন, গুলশান এলাকার সরকারি-বেসরকারি একাধিক শাখায় খোঁজ নিয়ে এই চিত্র পাওয়া গেছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, তারা ব্যাংকে এলেও গ্রাহকদের সংখ্যা খুব কম। অতি জরুরি কাজ ছাড়া কেউ ব্যাংকে আসছেন না। যারা এসেছেন তাদের বেশিরভাগই নগদ অর্থ তুলতে এসেছেন।

তবে এটিএম বুথ চালুর পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং, এমএফএসসহ সব সেবা চালু আছে।