Paris OIympics 2024 Nishant Dev lost to Marco Verde of Mexico in 71 kg mens boxing quarter final

প্যারিস: শনিবার ভারতীয় সময় প্রায় মাঝরাতে শুরু হওয়া ম্যাচের অনেক আগে থেকেই নানা পরিসংখ্যান নিয়ে আলোচনা হচ্ছিল। ২০০৮ সালের পর থেকে কোনও ভারতীয় পুরুষ বক্সার অলিম্পিক্সে পদক জেতেননি। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন বিজেন্দ্র সিংহ। তারপর থেকে অলিম্পিক্সে বক্সিং থেকে পদক জিতেছে ভারত। তবে সবই মহিলাদের বক্সিংয়ে। মেরি কম, লভলিনা বরগোহাঁইরা পদক জিতেছেন।

সেই তালিকায় কি নাম লেখাতে পারবেন নিশান্ত দেব (Nishant Dev)? ভারতের দ্বিতীয় পুরুষ বক্সার হিসাবে কি পদক নিশ্চিত করতে পারবেন নিশান্ত?

পুরুষদের ৭১ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের বক্সার নিশান্ত দেবের প্রতিপক্ষ ছিলেন মেক্সিকোর মার্কো ভার্দে (Marco Verde of Mexico)। এই ম্যাচ জিততে পারলে ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যাওয়ার কথা। কারণ, বক্সিংয়ের নিয়ম হচ্ছে, সেমিফাইনালে উঠলে ব্রোঞ্জ পদক নিশ্চিত।

মার্কো ভার্দের বিরুদ্ধে প্রথম ২ রাউন্ডে এগিয়ে ছিলেন নিশান্ত। ভারতীয় বক্সারের আগ্রাসী মেজাজ বেশ কোণঠাসা করে রেখেছিল মেক্সিকোর বক্সারকে। যিনি দ্বিতীয় বাছাই হিসাবে অলিম্পিক্সে লড়াই করছিলেন। প্রথম রাউন্ডের চেয়ে দ্বিতীয় রাউন্ডে ব্যবধান কমিয়েছিলেন মার্কো ভার্দে। তবে তৃতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান মার্কো। তৃতীয় রাউন্ডের ফলের নিরিখে তাঁকেই বিজয়ী ঘোষণা করেন বিচারকেরা। মার্কো সেমিফাইনালে পৌঁছে গেলেন। তাঁর পদক জয় নিশ্চিত হয়ে গেল। তবে তাঁর জয় নিরঙ্কুশ ছিল না। পাঁচ জাজের মধ্যে চারজনের পয়েন্ট পান মার্কো। ৪-১ ব্যবধানে জেতেন তিনি।

 

ম্যাচের ফল ঘোষণার আগে হাত তুলে উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন নিশান্ত। তিনি ধরেই নিয়েছিলেন যে, তাঁকেই বিজয়ী ঘোষণা করা হবে। মার্কোও সেলিব্রেট করতে তৈরি ছিলেন। তিনিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য ফল গেল মার্কোর দিকেই। কোয়ার্টার ফাইনালে হেরে গিয়ে খালি হাতেই অলিম্পিক্স থেকে ফিরতে হচ্ছে ভারতীয় বক্সারকে। বিজেন্দ্র সিংহের পর থেকে ১৬ বছর কেটে গিয়েছে। পুরুষদের বক্সিংয়ে আর কোনও পদক পায়নি ভারত। 

 

আরও পড়ুন: চলছে বিবাহ বিচ্ছেদের মামলা, বহুদিন পরে মেয়েকে কাছে পেয়ে আবেগে ভাসলেন শামি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন