মাথা মুড়িয়ে, পিণ্ড দিয়ে বিশ্বাসঘাতক পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধ করলেন BJP কর্মীরা

দল ছেড়ে তৃণমূলে যোগদান করায় জীবিত পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধানুষ্ঠান পালন করলেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার শান্তিপুরে গঙ্গার ঘাটে ছবি রেখে মন্ত্র পড়ে হল পঞ্চায়েত প্রধানের শ্রাদ্ধানুষ্ঠান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নিন্দা করেছেন পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ।

আরও পড়ুন – নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন

পড়তে থাকুন – বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু

 

গত ২০ জুলাই শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের বিজেপির প্রধান শ্যামল ঘোষ। পর দিন ২১ জুলাই তিনি তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশে যোগদান করেন। শান্তিপুর বিধানসভার বিজেপি কর্মীদের দাবি, দলের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতা করেছেন শ্যামল ঘোষ। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে তাকে মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করেছিল। তারপরে গয়েশপুর পঞ্চায়েতের প্রধানের আসনে বসানো হয় তাঁকে। প্রায় ১১ মাস পঞ্চায়েত চালানোর পর টাকার বিনিময়ে বিক্রি হয়ে গিয়েছেন তিনি।

বিশ্বাসঘাতকতা মৃত্যুর সামিল, এই দাবি করে মঙ্গলবার শান্তিপুরের ফুলিয়ার বয়রার গঙ্গার ঘাটে পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষের আত্মার আদ্যশ্রাদ্ধ করেন বিজেপি কর্মীরা। শ্যামল ঘোষের ছবিতে মালা দিয়ে মাথা মুড়িয়ে মন্ত্র পড়ে শ্যামলবাবুর আত্মার শান্তি কামনা করা হয়। করা হয় পিণ্ডদান। ছবির সামনে পাঁচ রকমের মিষ্টি সাজানো হয়। এক বিজেপি কর্মী মাথা ন্যাড়া করে সাদা ধুতি গেঞ্জি পরে সমস্ত ক্রিয়াকর্ম পালন করেন। শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষে নদীতে সবকিছু ভাসিয়ে দেওয়া হয়। এরপর জলে ডুব দিয়ে ডাঙায় ওঠেন ওই বিজেপি কর্মী।

এ প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী বলেন, এই প্রতিবাদের একটাই কারণ, আগামী দিনে কেউ যদি দলের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তার একই হাল হবে। গয়েশপুর পঞ্চায়েতের প্রধান দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা মনে করি দলের কাছে তার মৃত্যু হয়ে গেছে। তাই এইভাবে প্রতিবাদ।

আরও পড়ুন – বিধানসভায় বেনজির সৌজন্য, বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা

যদিও এই প্রসঙ্গে গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন, বিজেপি পাগলের প্রলাপ করছে। সংবাদ শিরোনামে উঠে আসার জন্য এই ধরনের কর্ম করছে বিজেপি। না হলে একজন জীবিত মানুষের কিভাবে শ্রাদ্ধ শান্তি করে? এর ঘোর নিন্দা করছি। আগামী দিনে দলের শীর্ষ নেতৃত্বকে এ বিষয়টি জানাব।