All party meet: শুভেন্দুর ‘শরণার্থী’ মন্তব্য করা উচিত হয়নি, সর্বদল বৈঠকে TMCর আপত্তিতে শিলমোহর

বাংলাদেশের অরাজক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ১ কোটি হিন্দু শরণার্থী আসবে বলে সোমবার মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সর্বদল বৈঠকে এই মন্তব্য নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে এই নিয়ে অভিযোগও জানান তৃণমূলের প্রতিনিধিরা। এমনকী শুভেন্দুবাবুকে সতর্ক করার দাবিও জানান তাঁরা। সূত্রের খবর, স্পর্শকাতর পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছেন শাহ – রাজনাথ সিংরা।

আরও পড়ুন – নার্সিং প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন

পড়তে থাকুন – বাংলাদেশে হিন্দু কোতল চলছে, ১ কোটি শরণার্থী নেওয়ার জন্য তৈরি থাকুন: শুভেন্দু

 

সোমবার হাসিনার ঢাকা ত্যাগের খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণ আগে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৈরি থাকুন। ১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কোতল চলছে। রংপুরের কাউন্সিলর হারাধন নায়েক তাঁকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে ১৩ জন পুলিশকর্মী থানার মধ্যে খুন হয়েছেন। তার মধ্যে ৯ জন হিন্দু। নোয়াখালিতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে বলব, অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন। কারণ CAAএ উল্লেখ রয়েছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে আসতে হয় আমাদের দেশ নেবে। এই পরিস্থিতি যদি ৩ দিনের মধ্যে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জামাতের মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। ১ কোটির বেশি হিন্দু শরণার্থীকে নোওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি রয়েছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসাবে সেখানে রাখার জন্য।’

সর্বদলীয় বৈঠকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শংকরের কাছে অভিযোগ করেন তৃণমূলের প্রতিনিধিরা। স্পর্শকাতর পরিস্থিতিতে এই ধরণের মন্তব্য করা উচিত নয় বলে জানান তারা। দাবি তোলেন, এই পরিস্থিতিতে যাতে বিজেপি নেতারা সংযত থাকেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার ব্যাপারেও যেন সংযত হন তাঁরা।

আরও পড়ুন – বিধানসভায় বেনজির সৌজন্য, বঙ্গভঙ্গের বিরোধিতায় শুভেন্দুর প্রস্তাব মেনে নিলেন মমতা

এছাড়া বাংলাদেশ নিয়ে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের আলোচনা করা উচিত বলে দাবি জানান তাঁরা। তৃণমূলের দাবি, বাংলাদেশ পরিস্থিতির সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। এমনকী সোশ্যাল মিডিয়ায় পোস্টের ওপরেও নজরদারির দাবি জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূল সূত্রে দাবি, শুভেন্দু অধিকারীর মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে বৈঠকে জানিয়েছেন অমিত শাহ – রাজনাথ সিংরা।

বলে রাখি, মঙ্গলবার দুপুরে দিল্লি উড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।