Neeraj Chopra qualifies for Paris Olympics 2024 finals with just one throw Arshad Nadeem qualifies too

প্য়ারিস: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) সম্ভবত ভারতের সবথেকে বড় পদকের আশা তাঁকে ঘিরে। তিনি নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ী। সেই নীরজ প্রমাণ করে দিলেন কেন, তাঁকে ঘিরে ভারতীয়দের মধ্যে এত প্রত্যাশা। মাত্র এক থ্রোই তাঁর জন্য যথেষ্ট ছিল।

মঙ্গলবার, ৬ অগাস্ট নীরজ প্যারিসে জ্যাভিলনের যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন। সেখানে তিনি আসলেন, দেখলেন, জয় করলেন। মাত্র এক থ্রোতেই তাঁর ফাইনালে পৌঁছনো নিশ্চিত হয়ে গেল। নিজের প্রথম থ্রোতেই ৮৯.৩৪ মিটার দূরে নিজের জ্যাভলিন থ্রো করেন। এটাই তাঁর এ মরশুমের সেরা থ্রো। এমনকী যোগ্যতা অর্জন পর্বেও এটাই নীরজের সর্বসেরা স্কোর। এর আগে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়া নীরজের ব্যক্তিগত সেরা ছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি।

পাকিস্তানের আর্শাদ নাদিমও (Arshad Nadeem) এক থ্রোতেই ফাইনালের টিকিট পাকা করে ফেলেছেন। আর্শাদ ৮৬.৫৯ মিটার দূরে নিজের জ্যাভলিন থ্রো করেন। নীরজের মতোই এটা আর্শাদেরও মরশুমের সেরা থ্রো। গ্রুপ বি-তে থেকে নীরজ ও আর্শাদ বাদে অ্যান্ডারসন পিটার্সও ইতিমধ্যেই ফাইনালে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। তবে আরেক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জীনা (Kishore Jena) পারলেন না। গ্রুপ এ-তে ছিলেন তিনি। তিনি ৮০.৭৩ মিটার দূরে নিজের সেরা থ্রোটি করেন। তবে তা যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট ছিল না।

প্রসঙ্গত, অলম্পিক্সের ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য অন্তত ৮৪ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়তে হয়। এই দৈর্ঘ্য অতিক্রম করলে সরাসরি ফাইনালে নামার যোগ্যতা অর্জন করা যায়। তা সম্ভব না হলে দুই গ্রুপ মিলিয়ে সেরা ১২ থ্রো যারা করেন, তাঁরাই ফাইনালে পৌঁছন। নীরজ অতি সহজেই ৮৪ মিটারের দৈর্ঘ্য অতিক্রম করে ফেললেন।  

 

 নাগাড়ে দ্বিতীয় অলিম্পিক্সে নিজের দ্বিতীয় সোনা জয়ের উদ্দেশ্যে বৃহস্পতিবার, ৮ অগাস্ট ফের একবার স্টাড দে ফ্রান্সে দেখা যাবে নীরজকে। প্রথম ভারতীয় হিসাবে জোড়া সোনা জিতে তিনি ইতিহাস তৈরি করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টোকিওর স্বর্ণপদকজয়ীর বিরুদ্ধে দুরন্ত জয়, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিনেশ ফোগত 

আরও দেখুন