সংহতি জানিয়েও হামলার শিকার!

দেশের অন্যতম ভিন্নমাত্রার ব্যান্ড জলের গান। যেটির নেতৃত্বে রয়েছেন রাহুল আনন্দ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যিনি সরাসরি সংহতি জানিয়ে দলের সদস্যদের নিয়ে দাঁড়িয়েছিলেন রাজধানীর রবীন্দ্র সরোবরে।

সরকার পতন ও শিক্ষার্থীদের বিজয়ের পর সেই রাহুল আনন্দের বাড়ি লুট হলো!

সোমবার (৫ আগস্ট) রাহুলের বাড়িতে থাকা শতাধিক যন্ত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
সদ্যসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। একই সড়কে থাকতেন জলের গান’র রাহুল আনন্দ। ওই সময় তার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ব্যান্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম জার্নাল বলেন, ‘একটি যন্ত্রও অবশিষ্ট নেই। বছরের পর বছর ধরে রাহুল দা নিজ হাতে ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করেছিলেন।’

পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, রাহুল ও তার পরিবারের সদস্যরা শারীরিকভাবে সুস্থ আছেন। তবে মানসিকভাবে ভেঙে পড়েছেন।  

প্রসঙ্গত, বাংলাদেশ সফরে এসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এই রাহুল আনন্দের বাড়িতেই বেড়াতে গিয়েছিলেন। দেখে মুগ্ধতা প্রকাশ করেছিলেন রাহুলের তৈরি অদ্ভুত সব বাদ্যযন্ত্র। সেই যন্ত্রগুলোই হামলার শিকার হলো, শিক্ষার্থীদের বিজয়ের পর।