রাস্তায় ছড়িয়ে মুঠো মুঠো রুপোর দানা, কুড়াতে প্রতিযোগিতায় নামলেন স্থানীয়রা

পড়ে পাওয়া চোদ্দ আনাতেই যেখানে মানুষের আহ্লাদ ধরে না সেখানে যদি মেলে পড়ে পাওয়া মুঠো মুঠো রুপো! তেমনটাই ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গীতে। সেখানে রাস্তায় চলল রুপো কুড়ানোর হিড়িক। রুপো কোথা থেকে এসেছে জানা নেই কারও। কেউ বলছেন আকাশ থেকে পড়েছে। কারও আবার দাবি, কোনও গাড়ি থেকে পড়ে থাকতে পারে। তবে সে সব বিতর্ক ভুলে জলঙ্গীর ঘোষপাড়ায় চলল রুপোর দানা কুড়ানোর প্রতিযোগিতা।

আরও পড়ুন – ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হলে এখানে প্রতিক্রিয়া হতে পারে: দিলীপ ঘোষ

পড়তে থাকুন – বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ করুক ভারত সরকার: VHP

 

একেবারে রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রুপোর দানা। এইরকম ভাবে রুপোর দানা চোখের সামনে দেখতে পেলে কেই বা কুড়োতে না চান বলুন? বুধবার সকালে হঠাৎ রাস্তার মধ্যে রুপোর দানা দেখতে পান জলঙ্গীর ঘোষপাড়ার বাসিন্দারা। এরপরেই মুখে মুখে সেই খবর জানাজানি হতেই রুপো কুড়োনোর হুড়োহুড়ি লেগে যায়। আট থেকে আশি সকলেই কুড়োতে থাকেন রুপোর দানা। কে বেশি করে দানা কুড়োতে পারে সেই প্রতিযোগিতায় নামে সকলে। সেপথ চলতি মানুষও রুপো কুড়াতে নেমে পড়েন।

আরও পড়ুন – আমিষ খাওয়া ছেড়ে দিয়েছি, ঘোষণা করে কারণ জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

স্থানীয়দের কেউ কেউ বলছেন আকাশ থেকে রুপো পড়েছে। অনেকেই মুঠো ভর্তি করে রুপোর দানা কুড়িয়ে ফেলেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোটর সাইকেল চালক, টোটো চালক, সাইকেল আরোহী কেউই বাদ ছিলেন না। সূত্রের খবর, সীমান্তবর্তী এলাকায় রুপোর দানা পাচার হয়।। কোন পাচারকারী সেই চাঁদির দানা নিয়ে যাওয়ার সময় কোন ভাবে সেটা রাস্তার ওপর ছড়িয়ে, ছিটিয়ে পড়ে গিয়ে থাকতে পারে। আর সেগুলো সাধারণ মানুষের চোখে পড়তেই চাঁদি কুড়োতে হুড়োহুড়ি লেগে যায়।