নিজাম হাজারীর বাসায় লুটপাট ও আগুন

ফেনীতে এমপি নিজাম উদ্দিন হাজারী ও আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিমের বাড়িসহ বিভিন্ন বাসা বাড়িতে আগুন ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরের পর থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দেশ ছাড়ার খবরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর মাস্টার পাড়া পুরাতন বাড়ি ও বাগান বাড়িতে লুটপাট চালিয়ে আগুন লাগিয়ে দেয়। এ সময় নিজাম হাজারীর বাগান বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র খামারের গরু, ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।

ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিনের শহরের বারাহীপুরস্থ বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। 

একইদিন ফেনী পৌরসভা ভবন, জেলার পাঁচ থানায়, ট্রাফিক অফিস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের ব্যক্তিগত অফিস, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর ব্যক্তিগত অফিস, ফেনী পৌরসভার কাউন্সিলর আমির হোসেন বাহারের বাসায় লুটপাট, গাড়িতে আগুন, কাউন্সিলর মানিকের বাসাসহ জেলা উপজেলার বিভিন্ন স্থানে লুটপাট চালিয়ে কোটি কোটি টাকার মালামাল নিয়ে গেছে।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিএনপি কখনও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি অতীতেও ফেনী শহরের ব্যবসায়ীদের পাশে ছিলেন আগামীতেও থাকবেন।