মুক্তি পেলেন ছাত্র ফেডারেশন নেতা আল আমিন শেখ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈকত আরিফ।

জানা গেছে, গত ১৯ জুলাই খুলনায় সাদা পোশাকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে আরও ছয় শিক্ষার্থীসহ মোট সাত জনের নামে নাশকতা মামলা দেওয়া হয়।

আইনের শিক্ষার্থী আল আমিন শেখ এর আগেও ২০২০ সালের ১৯ জুলাই রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষার আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হন। ১১ দিন কারাভোগ করেন।