A eel inside the anus: মলদ্বারের ভেতর আস্ত একটি ইল মাছ, কীভাবে ঢুকল শুনলে শিউরে উঠবেন আপনি

মলদ্বারের ভেতর ঢুকে যায় আস্ত একটি ইল, যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে চিকিৎসকের শরণাপন্ন হন ৩১ বছর বয়সী এই ভারতীয়। ঘটনাটি ঘটে ভিয়েতনামের রাজধানীর হ্যানয়েতে। কিন্তু কীভাবে ওই যুবকের শরীরে প্রবেশ করল ইল? জানলে শিউরে উঠবেন আপনি।

গত ২৭ জুলাই ভিয়েতনামের বাসিন্দা ওই ৩১ বছর বয়সী ভারতীয় যুবক পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে পৌঁছান। চিকিৎসকরা যুবকের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করিয়ে নেন। চিকিৎসকরা জানান, ওই যুবকের শরীরে আগের দিন একটি আস্ত ইল প্রবেশ করে, যা সচেতন ভাবেই ওই যুবকটি নিজেই করে।

(আরও পড়ুন: ক্যাটরিনার ফ্লোরাল ড্রেসের ছবি হল ভাইরাল, দাম শুনলে চমকে যাবেন)

ইলটি পালানোর জন্য মরিয়া হয়ে ওঠে এবং অসাবধানতাবশত রোগীর মলদ্বারে প্রবেশ করে ফেলে। পালানোর পথ না পেয়ে কোলন পথে পেটের গহবরে প্রবেশ করে ওই ইলটি। এক্স-রে সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখতে পাওয়া যায় রোগীর পেটের মধ্যে রয়েছে একটি বড়সড়ো ইল।

প্রাথমিকভাবে চিকিৎসকরা মলদ্বারের মাধ্যমে ওই ইল অপসারণের চেষ্টা করেন। কিন্তু লেবু জাতীয় কোনও বস্তু মলদ্বারে আটকে থাকায় তা সম্ভব হয়নি। পরবর্তীকালে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্র প্রচার করে ইল এবং ওই লেবু জাতীয় বস্তুটি বের করে নিয়ে আসেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের সময় ডাক্তাররা আবিষ্কার করেন, ওই ইলটি একেবারে জীবন্ত অবস্থায় রয়েছে পেটের মধ্যে। প্রাণীটি দৈর্ঘ্য ২৫ ইঞ্চি, ব্যাস ৪ ইঞ্চি। তবে ইলের কামড়ের জন্য মলত্যাগ না করতে পারায় একটি কোলোস্টোমিও করা হয়েছিল।

হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে, ওই যুবকটি প্রায়শই যৌন আনন্দের জন্য বোতল, কাপ বা প্রাপ্তবয়স্কদের খেলনা মলদ্বারে প্রবেশ করিয়ে থাকেন। কিন্তু জীবন্ত প্রাণী তিনি প্রথম প্রবেশ করাতে গিয়েছিলেন, যার ফলে ঘটে যায় বিপত্তি। অসাবধানতায় ঐ ইল মলদ্বারে প্রবেশ করে ফেলে এবং সেখান থেকেই শুরু হয় সমস্যা।

(আরও পড়ুন: ব্রেন ইটিং অ্যামিবার সঙ্গে লড়াইয়ে জয়লাভ কেরালার কিশোরের, কীভাবে বাঁচবেন আপনি)

প্রসঙ্গত, ভিয়েতনামের এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও মার্চ মাসে কোয়াং নিন প্রদেশের হাই হা ডিস্ট্রিক্ট মেডিক্যাল সেন্টারে ৪৩ বছর বয়সী এক ব্যক্তির মলদ্বার থেকে ১২ ইঞ্চি একটি ইল অপসারণ করানো হয়েছিল। ইল যেহেতু দীর্ঘ সময়ের জন্য বেঁচে থাকতে পারে এবং কামড়ানোর ক্ষমতা রাখে তাই সরাসরি বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়।