Lalbazar on Bangladesh: বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, কয়েকশো জনকে সতর্ক লালবাজারের

বাংলাদেশ ইস্যুতে কোনওরকমের উস্কানিমূলক বা বিতর্কিত পোস্ট সোশ্যাল মিডিয়ায় না করার জন্য আগেই সতর্ক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক পোস্ট না করার আবেদন করেছে। তারপরেও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ ইস্যুতে অনেকেই উস্কানিমূলক পোস্ট করতে দেখা যাচ্ছে। এবার এ নিয়ে আরও কঠোর হল লালবাজার। প্রায় কয়েক কয়েকশো জনকে ফোন করে লালবাজারের তরফে সতর্ক করা হল। 

আরও পড়ুন: বাংলাদেশে যারা তাণ্ডব চালাচ্ছে তারাই তৃণমূল…., শাসকদলকে বিস্ফোরক মন্তব্য দিলীপের 

সোমবার ইস্তফা দেওয়ার পরেই দেশত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরও বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বেড়েছে সংখ্যালঘুদের ওপর হামলা। আর এই অবস্থায় এখানকার  সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও অনেক বিতর্কিত পোস্ট করছেন। লালবাজার সূত্রে জানা যায়, সোমবার থেকে প্রায় ২০০ থেকে ২৫০ নেটিজেনকে ফোন করে সতর্ক করা হয়েছে। তাদের পোস্ট করা ছবি অথবা ভিডিয়ো অবিলম্বে মুছে ফেলতে বলা হয়েছে।

বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারই রাজ্যের শীর্ষ আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সীমান্তবর্তী এলাকাগুলিতে যাতে কোনওরকমের অশান্তি না ছাড়ায় তা নিয়ে পুলিশকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। এছাড়াও, বর্তমান পরিস্থিতিতে যারা বাংলাদেশ থেকে আসছেন অথবা যাচ্ছেন তাদের সম্পর্কে নথিবদ্ধ ডেটাব্যাঙ্ক তৈরি করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্যের কাছে যে নির্দেশে পাঠানো হয়েছে সে বিষয়টি নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়েছে ।

উল্লেখ্য, এদিনের বৈঠকের পরেই রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা জারি করে সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যম বিশেষ করে কিছু টিভি চ্যানেল বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে খবর পরিবেশন করছে তা খুবই নিন্দনীয়। এবিষয়ে দর্শকদের বিবেচনা করতে বলা হয়েছে৷ তাছাড়া বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা না দেওয়ার জন্য ও শান্তি বজায় রাখার জন্য পরামর্শ দিয়েছে পুলিশ।