Olympic Games 2024 who is Luana Alonso Swimmer who Kicked Out Of Olympics Village for misconduct

প্যারিস: অলিম্পিক্সের (Olympics 2024) আগে অনেকেই হয়তো তাঁর নাম শোনেননি। তবে প্যারিস অলিম্পিক্সের মাঝ পর্ব থেকে তিনি রীতিমতো ভাইরাল।           

লুয়ানা আলোন্সো (Luana Alonso)। প্যারাগুয়ের ২০ বছর বয়সী সাঁতারু অলিম্পিক্সে কোনও পদক জেতেননি। তবু শিরোনামে। কেন? লুয়ানাকে গেমস ভিলেজ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। অভিযোগ, গেমস ভিলেজের পরিবেশ ‘নষ্ট’ করছিলেন তিনি।

প্যারিস অলিম্পিক্সে মাত্র ০.২৪ সেকেন্ডের জন্য মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাই সেমিফাইনালে উঠতে পারেননি লুয়ানা। তবে একটা ব্যাপারে তিনি ‘চ্যাম্পিয়ন’। আর সেটা হল পুরুষ হৃদয়ে ঝড় তোলায়। তিনি নাকি এতটাই আবেদনময়ী যে, অলিম্পিক্সে প্যারাগুয়ের সতীর্থ অ্যাথলিটের মনঃসংযোগ নষ্ট হচ্ছিল! সেই কারণেই তাঁকে গেমস ভিলেজ ছাড়তে বলা হয়।            

প্যারাগুয়ের অলিম্পিক্স কমিটির প্রধান লারিসা স্কায়েরার বলেছেন, ‘লুয়ানার জন্য প্যারাগুয়ে শিবিরের আবহটা যথোপযুক্ত ছিল না।’ বলা হচ্ছে, রাত্রে অনুমতির পরোয়া না করে গেমস ভিলেজ ছেড়ে বেরিয়ে যেতেন লুয়ানা। লারিসা যা নিয়ে বলেছেন, ‘লুয়ানা নিজের ইচ্ছায় অ্যাথলেটিক্স ভিলেজে রাত্রিবাস করতেন না।’ তবে সেই আচরণ যে প্যারাগুয়ের অ্যাথলেটিক্স কর্তারা ভালভাবে নেননি, তা স্পষ্ট।             

মহিলাদের ১০০ মিটার বাটারফ্লাই সেমিফাইনালে উঠতে না পারায় মাত্র ২০ বছর বয়সে অবসর ঘোষণা করেছেন লুয়ানা। যদিও সাঁতারের পুলে তিনি ছিলেন যথেষ্ট প্রতিশ্রুতিমান। প্যারাগুয়ের রেকর্ডের মালকিন। ২০০৪ সালের ১৯ সেপ্টেম্বর জন্ম। বাটারফ্লাই বিভাগে জাতীয় রেকর্ড গড়েন। মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে সাদার্ন মেথোডিস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।                

 


মাত্র ১৭ বছর বয়সে টোকিও অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতা করে হইচই ফেলেছিলেন লুয়ানা। সেবারও অবশ্য সেমিফাইনালে যেতে ব্যর্থ হন। ২৮তম স্থানে শেষ করেন। এবারও হিটে ষষ্ঠ স্থান পেয়ে ছিটকে যান।                

আরও পড়ুন: চেয়েচিন্তে প্রতিযোগিতায় অংশগ্রহণের খরচ উঠত, খাবার জোগাড় করতেই হিমশিম খেতেন নাদিম

আরও দেখুন