‘অনেক রক্তের বিনিময়ে মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছি’

সাংবাদিকদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আমরা অনেক রক্তের বিনিময়ে মতপ্রকাশের স্বাধীনতা পেয়েছি। আমরা আর কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেবো না। আমরা সারা দেশের ছাত্ররা রাজপথে আছি, মানুষের জন্য আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি।’

প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, নির্বাহী সদস্য হাজী আসাদুর রহমান বাবু, আলহাজ মহাম্মদ আলী জোয়ারদার, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মণ্ডল, প্রচার ও দফতর সম্পাদক সম্পাদক কুদরতে খোদা সবুজ।

স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন– নাঈমুর রহমান সাগর, তানজিম হোসেন সাব্বির, সালেহ ইসলাম তন্ময়, নাহিদুর রহমান, নিলয় আহমেদ, আলিফ, ওমর ফারুক রাসেল প্রমুখ।