২৫ মিনিট বন্ধ ছিল হৃদপিণ্ড, তারপরেও বেঁচে গেলেন মার্কিনি ছাত্র! হতবাক চিকিৎসক

মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া নয়, ২৫ মিনিটের জন্য মৃত্যুই টেনে নিয়েছিল তাঁকে, কিন্তু তারপরেও বেঁচে গেলেন চার্লি ভিনসেন্ট নামের এক মার্কিনি ক্যানোয়িং প্রশিক্ষক। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? কেনই বা ঘটলো?

বিবিসি অনুসারে জানা গেছে, নিউ হ্যাম্পশায়ারের এটি গ্রীষ্মকালীন ক্যাম্প চলাকালীন তাতে অংশগ্রহণ করেছিলেন চার্লি ভিনসেন্ট। তিনি ছিলেন ক্যানোয়িং প্রশিক্ষক। ২০ বছর বয়সী চার্লি ওই সামার ক্যাম্পে যোগ দিতে এসে সূর্যের অতিরিক্ত তাপ সহ্য না করতে পেরে অসুস্থ হয়ে পড়েন।

তবে প্রাথমিক ক্ষেত্রে অসুস্থ হয়ে পড়লেও তিনি কাউকে কিছু বলেন না। একইভাবে কাজ চালিয়ে যান। কিন্তু রোদে পুড়ে যাওয়ার ব্যথা যখন অতিরিক্ত বেড়ে যায় তখন তিনি সকলকে জানান অসুস্থতার কথা। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।

(আরও পড়ুন: এখনও গিফট কেনেননি বন্ধুর জন্য? বাড়িতেই বানিয়ে ফেলুন এই উপহার গুলি)

চার্লিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, চার্লির শুধু সান বার্ন হয়েছে তা নয়, তাঁর নিউমোনিয়াও হয়েছে। চার্লির অবস্থা এতটাই গুরুতর হয়ে গিয়েছিল যে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে অস্ত্র প্রচারের সিদ্ধান্ত নেন। কিন্তু অস্ত্র প্রচার করার সঙ্গে সঙ্গে তার হৃদপিণ্ড ২৫ মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, একটি মিনি স্ট্রোকও হয় তাঁর।

২০ বছর বয়সী ওই যুবকের অবস্থা এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকরা প্রাথমিকভাবে ভেবেছিলেন, চার্লির হৃৎপিণ্ড এবং কিডনি প্রতিস্থাপন করতে হবে, কিন্তু পরবর্তীকালে চার্লির অবস্থার উন্নতি হয় এবং হৃদপিণ্ড এবং কিডনি প্রতিস্থাপন করার কোনও প্রয়োজন হয় না।

এই প্রসঙ্গে চার্লির দিদি এমিলি ভিনসেন্ট জানিয়েছেন, পুরো ঘটনাটাই অলৌকিক। তবে চিকিৎসকরা বলেছেন, চার্লির হৃদপিন্ডে একটি সমস্যা রয়েছে, যার ফলে আগামী দিনে অনেক বেশি সাবধান থাকতে হবে চার্লিকে।

(আরও পড়ুন: : কেন পালন করা হয় বন্ধু দিবস? জানেন এই দিনটির ইতিহাস কী)

প্রসঙ্গত, চার্লি এই মুহূর্তে অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে হাঁটাহাঁটিও শুরু করে দিয়েছেন তিনি। খুব শীঘ্রই ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন তিনি। চার্লির চিকিৎসার খরচের জন্য ভিনসেন্ট পরিবার একটি ফান্ড যোগাড় করার চেষ্টা করেছিলেন যেখানে ইতিমধ্যেই ১৩০০০ পাউন্ডের বেশি অর্থ জমা হয়েছে। আপাতত চার্লি সম্পূর্ণ পরিমানে সুস্থ এবং বিপদ মুক্ত রয়েছেন বলেই জানিয়েছেন তাঁর পরিবার।