ঢাবি উপাচার্য মাকসুদ কামালের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করে পদত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের জন্য যেটা মঙ্গলজনক হয়, সেটা করা আমার দায়িত্ব। তাই বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনা করে আমি পদত্যগ করেছি।’

তিনি বলেন, ‘অনেকে ভাবছেন যে আমি পদত্যাগ করলে বিশ্ববিদ্যালয়ের মঙ্গল হবে। তাই আমি সেই কাজটি করাকে শ্রেয় মনে করেছি।

‘আমাদের শিক্ষার্থীদের দাবিও আছে, আমি বা আমরা যেন সরে যাই। এটা করলে হয়ত তাদের আরও মঙ্গল হবে। তাই আমি নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছি।’

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, ‘আমি চেয়েছি, নতুন সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে আমি দায়িত্ব থেকে সরে যাব। এটা সৌজন্যতা। কিন্তু আগেই পদত্যাগ করে সরে গেলাম। কোনো আলোচনা হলো না, এটা কোনো সৌজন্যতা নয়।

‘সরকারের সম্মানিত একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। সিদ্ধান্তটা তো আগেই নিয়ে রেখেছি, আলোচনা করে এখন সেটা কার্যকর করেছি।’

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদ গঠন হওয়ার আগে আমি কার কাছে পদত্যাগপত্র জমা দেব? উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, আমি কথা বললাম। উপদেষ্টা পরিষদের প্রতি আমি সম্মান প্রদর্শন করলাম।’

অধ্যাপক মাকসুদ কামাল আরও বলেন, ‘আমি আমার পদত্যাগপত্রে লিখেছি- আমি আমার প্রাণের এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা-সমৃদ্ধি কামনা করছি।’