Bhumi Pednekar: ‘নিজের শর্তে..’ ফ্যাশনকে ঠিক কীভাবে ব্যাখ্যা করলেন ভূমি পেডনেকর

বলিউডে অন্যতম সাহসী এবং অন্য ধাঁচের অভিনেত্রী হলেন ভূমি পেডনেকর। ভূমি এমন একজন অভিনেত্রী যিনি সকলকে দেখিয়েছিলেন যদি ইচ্ছে থাকে তাহলে নিজেকে পুরোপুরি পাল্টে ফেলা যায়, তা শারীরিকভাবে হোক বা অভিনয়ের দিক থেকে হোক।

‘দাম লাগাকে হেইসা’ সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে ভূমিকে যখন অভিনয় করতে দেখা যায়, তখন সকলেই ভেবেছিলেন ভীষণ শান্তশিষ্ট এবং সাদামাটা মেয়ে হলেন ভূমি। কিন্তু দ্বিতীয় সিনেমায় ভূমির পরিবর্তন দেখে রীতিমত হতবাক হয়ে গিয়েছিলেন সকলে। এও সম্ভব! বলেছিলেন নেটিজেনরা।

সম্প্রতি ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রের AFEW – এর সিকোয়েন্স প্যান্ট এবং সাদা শার্টে নিজেকে ধরা দিয়েছেন ভূমি। খোলা চুল এবং নীল রংয়ের নেকলেসে ভূমিকে দেখতে লাগছিল জাস্ট অসাধারণ। তিনি যে লেহেঙ্গা পরেছিলেন, সেটি তৈরি করতে ১০০ দিনের বেশি সময় লেগেছিল। পোশাকটিতে সুক্ষ এবং নিখুঁত আয়নার কারুকার্য করা।

(আরও পড়ুন: দার্জিলিংয়ে বেড়াতে গেলেই দিতে হবে পর্যটন কর, কত টাকা, কোথায় দেবেন? সবটা জানুন

ফ্যাশন নিয়ে কথা বলতে গিয়ে ভূমি বলেন, ‘ফ্যাশন সেটাই, যদি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। ট্রেন্ডে থাকার জন্য ব্লগ, ফ্যাশন পোর্টালগুলি অনুসরণ করি। এমন ফ্যাশন সামগ্রী ব্যবহার করি, যেগুলি ভবিষ্যতে অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারবে। আমার ফ্যাশন সেন্স আমার সিনেমার মতোই, একেবারে অন্য ধাঁচের।’

তিনি আরও বলেন, ‘আমার রুপান্তরটি রীতিমতো এটি চ্যালেঞ্জ ছিল। এই পরিবর্তন হয়ত সমস্যা তৈরি করতে পারত, কিন্তু সৌভাগ্যবশত আমার ক্ষেত্রে তা হয়নি। আমার এই পরিবর্তন ভীষণভাবে পছন্দ করেছিলেন সকলে। নিজেকে পরিবর্তন করার জন্য সেই সমস্ত মানুষের সঙ্গে আমি যোগাযোগ রাখতাম যারা আমাকে স্টাইলিশ এবং মেকআপ আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘রেড কার্পেট হোক বা অন্য কোথাও, আমি মনে করি পোশাক তেমন হওয়া উচিত যেটি আপনাকে কমফোর্ট দেবে। যে পোশাকটি আপনি পরবেন, সেটি আপনার শরীরের সঙ্গে ফিট হওয়া উচিত, যাতেই সেটি পরে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে চলাফেরা করতে পারেন।’

(আরও পড়ুন: শুধু ব্রেকফাস্টে নয়, শিশুদের লাঞ্চেও দিতে পারেন টোস্ট, ট্রাই করুন এই রেসিপিগুলি)

তিনি আরও যোগ করেন, ‘স্টাইলের ক্ষেত্রে অবশ্যই নিজের কমফোর্ট জোন বেছে নেওয়া উচিত। অন্য কাউকে দেখে কপি করার চেষ্টা করবেন না। সেটাই করবেন যেটি আপনার ব্যক্তিত্বকে তুলে ধরে সকলে সামনে। সব থেকে বড় কথা, আপনি যদি প্রশংসা এবং সমালোচনা উভয়কেই সমান ভাবে নিতে পারে, তবেই আপনি যে কোনও পোশাকে নিজেকে ক্যারি করতে পারবেন।’