Pramod Bhagat suspended for violation of BWF Whereabouts clause can not play in Paris Paralympics 2024

নয়াদিল্লি: প্যারিসে অলিম্পিক্সের আসর শেষ হয়েছে। এবার নজর প্যারাঅলিম্পিক্সে। সেই প্যারাঅলিম্পিক্সের (Paris Paralympics 2024) আগে ভারতের জন্য বিরাট বড় ধাক্কা। টোকিওয় সোনাজয়ী প্যারাঅলিম্পিয়ান প্রমোদ ভগৎ (Pramod Bhagat)  নির্বাসিত হলেন। বিডব্লুএফের অ্যান্টি ডোপিং নিয়মে ব্যর্থ হওয়ায় ১৮ মাসের জন্য নির্বাসিত করা হল  ভারতীয় তারকা প্যারাঅলিম্পিয়ানকে।

টোকিওয় প্রথমবার প্যারাঅলিম্পিক্সে ব্যাডমিন্টনের অন্তর্ভুক্তি হয়েছিল। আর প্রথমবারেই সোনা জিতে নিয়েছিলেন প্রমোদ। প্যারিসেও স্বাভাবিকভাবেই ভারতের হয়ে পদকজয়ের বড় দাবিদার ছিলেন প্রমোদ। কিন্তু অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন করায় তাঁর শাস্তি হল। ব্যাডমিন্টনের সর্বোচ্চ সংস্থা বিডব্লুএফের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতার বাইরে থাকার সময় ডোপ পরীক্ষা করার জন্য কোনও অ্যাথলিট কোথায় রয়েছেন, সেই জায়গার বিস্তর বিবরণ দিতে হয়। এটি অ্যান্টি ডোপিং নিয়মের এটি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ। এমনটা না করলে, নির্বাসিত পর্যন্ত হতে হয়। যেমনটা প্রমোদের ক্ষেত্রে হল।

এই বছরের মার্চ মাস থেকে শুরু করে ১৮ মাসের জন্য প্রমোদকে নির্বাসিত করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তিনি আর প্যারিস প্যারাঅলিম্পিক্সে অংশ নিতে পারবেন না। প্রাথমিকভাবে নিজের নির্বাসনের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসও (CAS) আপিল করেছিলেন প্রমোদ। তবে সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাঁকে নির্বাসিতই হতে হচ্ছে।

বিডব্লুএফ এক বিবৃতিতে জানায়, ‘১ মার্চ ২০২৪-এ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস প্রমোদ ভগৎকে বিডব্লুএফ অ্যান্টি ডোপিং নিয়মভঙ্গ করার জন্য দোষী সাব্যস্ত করছে। তিনি বিগত ১২ মাসে তিন বার নিজের সঠিক ঠিকানা জানাতে ব্য়র্থ হয়েছেন। এসএল থ্রি অ্যাথলিট ভগৎ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করেছিলেন। ২৯ জুলাই ২০২৪ সালে সেই আপিল খারিজ করে দেওয়া হয়েছে এবং ১ লা মার্চ ২০২৪ সাল থেকে তাঁর নির্বাসন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর নির্বাসন পিরিয়ড চালু হয়ে গিয়েছে।’

প্রমোদ ভগৎ-র নির্বাসন চূড়ান্ত হতাশাজনক বলেই জানিয়েছেন ভারতের প্যারালিম্পিয়ান ব্যাডমিন্টন কোচ গৌরব খান্না। তিনি পিটিআইকে বলেন, ‘গোটা বিষয়টা খুবই দুঃখ ও দুর্ভাগ্যজনক। প্যারালিম্পিক্সে ভারতের নিশ্চিত পদকের আশা ছিল ও। তবে ও একজন যোদ্ধা এবং আমি জানি লড়াই করে এর থেকেও বেরিয়ে আসবে ও।’

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্যারিসে কাঙ্খিত সোনা আসেনি, ক্ষমা চাইলেন নীরজ চোপড়া 

আরও দেখুন