মাঝ আকাশে দুটি ফরাসি যুদ্ধবিমানের সংঘর্ষ

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মাঝ আকাশে দুটি রাফালে যুদ্ধবিমান সংঘর্ষের পর মাটিতে ভেঙে পড়েছে বলে জানিয়েছেন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। বুধবার (১৬ আগস্ট) সংঘর্ষের পর বিমান দুটির ক্রুদের সন্ধান শুরু হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্যারিসের সেন্ট-ডিজিয়ার এয়ারবেস থেকে উড্ডয়ন করা দুটি যুদ্ধবিমান এ দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন ফরাসি বিমানবাহিনীর এক মুখপাত্র।

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দুর্ঘটনাটি ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কোলম্বে-লে-বেলসে ঘটেছে।

একটি যুদ্ধবিমানের পাইলট সফলভাবে নিজেকে বের করে আনতে সক্ষম হন। তবে দ্বিতীয় বিমানের প্রশিক্ষক এবং একজন শিক্ষানবিশ পাইলট এখনও নিখোঁজ রয়েছেন।

মুখপাত্র বলেন, দ্বিতীয় বিমানের ক্রুদের আমরা এখনও খুঁজছি।