Arshad Nadeem gets car large monetary reward from Punjab Chief minister his coach rewarded too

নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন আর্শাদ নাদিম (Arshad Nadeem)। ৪০ বছর পর পাকিস্তানের হয়ে অলিম্পিক্স (Paris Olympics 2024) সোনা জিতেছেন জ্যাভলিন থ্রোয়ার। এই অনবদ্য সাফল্যের পর দেশে ফিরে স্বাভাবিকভাবেই শুভেচ্ছা ও পুরস্কারের বন্যায় ভাসছেন আর্শাদ। এবার তাঁকে পুরস্কৃত করল পাকিস্তানের পাঞ্জাব সরকার।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ ব্যক্তিগতভাবে আর্শাদের গ্রাম মিয়ান চুন্নুতে গিয়েছিলেন তারকা অ্যাথলিট ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে। সেই সফরেই পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী আর্শাদকে ১০ মিলিয়ন পাকিস্তানি টাকার আর্থিক পুরস্কার ও একটি নতুন গাড়ি উপহার দেন মারিয়াম। তিনি বলেন, ‘আর্শাদ সকলকে যে আনন্দ দিয়েছেন এবং দেশকে গর্বিত করেছেন, তার জন্য ওঁর এই সবকিছু প্রাপ্য।’ চমক ছিল গাড়ির নম্বর প্লেটেও। আর্শাদের নতুন গাড়ির নম্বর ৯২.৯৭। এই নম্বরটির আর্শাদের জীবনের সঙ্গে বিশেষ যোগ রয়েছে।

প্যারিসে ৮ অগাস্ট ৯২.৯৭ মিটার দূরে জ্যাভলিন ছুড়েই অলিম্পিক্স ইতিহাস গড়েছিলেন আর্শাদ। চার দশক পর পাকিস্তানের হয়ে জিতে নিয়েছিলেন অলিম্পিক্স সোনা। মারিয়ামের সঙ্গে এই সফরে উপস্থিত ডেপুটি কমিশনার জানান মুখ্যমন্ত্রী আর্শাদকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাতে উদগ্রীব ছিলেন। সেই কারণেই দ্রুত তাঁর জন্য আর্থিক পুরস্কার ও গাড়ির বন্দোবস্তও সম্ভবপর হয়। আর্শাদের গাড়ির বিশেষ নম্বর প্লেটের অর্ডারও মুখ্যমন্ত্রীর তরফেই দেওয়া হয় বলে জানান ডেপুটি কমিশনার।

 

 

শুধু আর্শাদকে পুরস্কৃত করাই নয়, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছাত্রের সাফল্যের জন্য আর্শাদের কোচকেও আর্থিক পুরস্কার দেন। আর্শাদের কোচ সলমন ইকবাল বাটকে মুখ্যমন্ত্রীর তরফে লাহৌরে ফিরে যাওয়ার আগে ৫০ লক্ষ টাকার চেক দেওয়া হয়। এর আগে নাদিমকে পাকিস্তান সরকারের তরফে দু’কোটি টাকার উপহার দেওয়ার কথাও জানানো হয়েছিল।

আর্শাদ নাদিম কিন্তু ইতিমধ্যেই তাঁর প্রিয়জনদের থেকেও উপহার পেয়েছেন। তাঁর শ্বশুরমশাই তাঁকে এক বিশেষ উপহার দিয়েছেন। কী সেই উপহার? স্থানীয় এক সংবাদমাধ্যমে আর্শাদ নাদিমের শ্বশুর মশাই বলেছেন যে তিনি নাদিমকে মোষ উপহার দিতে চান। পাকিস্তানে মোষ শুভ কাজে উপহার দেওয়ার প্রতীক বলেই জানান নাদিমের শ্বশুর। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সব জল্পনার অবসান, পাঁচ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে সই করলেন আনোয়ার আলি 

আরও দেখুন