PR Sreejesh: ভারতীয় হকির কিংবদন্তিকে অভিনব সম্মান, অবসরের পর আরও দায়িত্ব বাড়ল শ্রীজেশের

<p style="text-align: justify;"><strong>নয়াদিল্লি:</strong> ভারতীয় হকির জীবন্ত কিংবদন্তি তিনি। পি আর শ্রীজেশ। প্যারিস অলিম্পিক্সে ভারতের হকিতে ব্রোঞ্জ জয়ের পেছনে অনস্বীকার্য অবদান ছিল এই তেকাঠির নীচে দাঁড়ানো গোলরক্ষকের। টোকিওর পর প্যারিসেও পদক এসেছে অলিম্পিক্স থেকে হকিতে। এই পদক জয়ের পরই হকি থেকে অবসর ঘোষণা করেছেন শ্রীজেশ। এবার শ্রীজেশের প্রতি সম্মান জানাতে তাঁর ১৬ নম্বর জার্সি অবসরের সিদ্ধান্ত নিল হকি ইন্ডিয়া। ১৮ বছরের বর্ণময় কেরিয়ার শেষে অবশ্য এখনই ছুটিতে যেতে পারছেন না শ্রীজেশ। হকি ইন্ডিয়ার তরফে তাঁকে এবার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। জুনিয়র ভারতীয় হকি দলের কোচ হিসেবে তাঁকে দায়িত্ব সামলাতে অনুরোধ করা হয়েছে। সম্ভবত সেই প্রস্তাব মেনেও নিয়েছেন শ্রীজেশ।</p>
<p style="text-align: justify;">হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ এক বিবৃতিতে জানিয়েছেন, ”পি আর শ্রীজেশকে সম্মান জানাতে তাঁর জাতীয় দলের ১৬ নম্বর জার্সিটি অবসরের সিদ্ধান্ত নিয়েছে হকি ইন্ডিয়া।”</p>