Top 10 Patriotic Sport Movies: স্বাধীনতা দিবসের ছুটি আগামীকাল? এই দশটি ক্রীড়াবিষয়ক সিনেমা অবশ্যই দেখতে পারেন

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> আগামীকাল বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস। ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন হবে গোটা দেশ জুড়ে। ছুটির দিনে বাড়িতেই থাকবেন নিশ্চয়? পরিবারকে নিয়ে সময় কাটাবেন হয়ত। আর সঙ্গে চোখ রাখতে পারেন ১০টি দেশাত্মবোধক ক্রীড়া বিষয়ক সিনেমায়। এক নজরে দেখে নিন কোন কোন সিনেমা রয়েছে এই তালিকায় -</p>
<p style="text-align: justify;"><strong>দঙ্গল</strong></p>
<p style="text-align: justify;">আমির খান, সাক্ষী তানওয়ার, ফতিমা সানা অভিনীত দঙ্গল অবশ্যই উল্লেখযোগ্য একটি সিনেমা। ২০১৬ সালে যা মুক্তি পেয়েছিল। বক্স অফিস কালেকশনে হিসেবে এই ছবিটি প্রায় সাতশো কোটির বেশি আয় করেছিল বিশ্বব্যাপী। ওটিটি প্ল্যাটফর্ম, অ্যামাজন প্রাইমে আপনি দেখতেই পারেন।</p>
<p style="text-align: justify;"><strong>চক দে ইন্ডিয়া</strong></p>
<p style="text-align: justify;">২০০৭ সালে মুক্তি পাওয়া বলিউড ছবি চক দে ইন্ডিয়া। শাহরুখ খান অভিনীত এই ছবিটি দেশের অন্য়তম সেরা ক্রীড়া বিষয়ক সিনেমা। বিশ্বব্যাপী ১০.১৮ কোটি টাকা আয় করেছে ছবিটি।&nbsp;<span class="Y2IQFc" lang="bn">ইন্ডিয়া ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিনেমা দেখা যাবে।&nbsp;</span></p>
<p style="text-align: justify;"><strong><span class="Y2IQFc" lang="bn">ভাগ মিলখা ভাগ&nbsp;</span></strong></p>
<p style="text-align: justify;"><span class="Y2IQFc" lang="bn">ফারহান আখতার, কৌশল ওরফাহলি, দীপক সিং রাওয়াত অভিনীত ছবি ভাগ মিলখা ভাগ। </span><span class="Y2IQFc" lang="bn">বক্স অফিস ইন্ডিয়ার মতে, এই ছবিটি বিশ্বব্যাপী ১৭০ কোটি টাকা আয় করেছিল।</span></p>
<p style="text-align: justify;"><strong><span class="Y2IQFc" lang="bn">পান সিংহ তোমার</span></strong></p>
<p style="text-align: justify;"><span class="Y2IQFc" lang="bn">ইরফান খান, মাহি গিল,&nbsp;</span><span class="Y2IQFc" lang="bn">রাজেশ অভয় অভিনীত ছবি পান সিংহ তোমার। ২০১২ সালে এই ছবিটি মুক্তি পায়।&nbsp;</span><span class="Y2IQFc" lang="bn">বলিউড হাঙ্গামার মতে এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ১৮ কোটি টাকা আয় করেছে। নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবিটি।</span></p>
<p style="text-align: justify;"><strong><span class="Y2IQFc" lang="bn">লগন</span></strong></p>
<p style="text-align: justify;"><span class="Y2IQFc" lang="bn">আমির খান ও গ্রেসি সিংহ অভিনীত লগন ছবিটি মুক্তি পেয়েছিল ২০০১ সালে।&nbsp;</span><span class="Y2IQFc" lang="bn">বক্স অফিস ইন্ডিয়ার মতে এই ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৬৬০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছিল। ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।</span></p>
<p style="text-align: justify;"><strong><span class="Y2IQFc" lang="bn">ইকবাল</span></strong></p>
<p style="text-align: justify;"><span class="Y2IQFc" lang="bn">শ্রেয়স তলপড়ে, </span><span class="Y2IQFc" lang="bn">নাসিরুদ্দিন শাহ ও শ্বেতা বসু প্রসাদ অভিনীত ছবি ইকবাল। ২০০৫ সালে এই ছবিটি মুক্তি পায়। বক্স অফিস ইন্ডিয়ার মতে, এই ছবিটি বিশ্বব্যাপী ৫.৬০ কোটি টাকা আয় করেছে। আপনি ওটিটিতে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারবেন এই ছবিটি।</span></p>
<p><strong>এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি</strong></p>
<p>মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক। প্রয়াত সুশান্ত সিংহ রাজপুত এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন। এছাড়াও দিশা পাটানি ও কিয়ারা আডবানি অভিনীত সিনেমা। ছবিতে ধোনির চরিত্রকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত। ২০১৬ সালে <span class="Y2IQFc" lang="bn">মুক্তি পায় সিনেমাটি। ডিজনি প্লাস হটস্টারে ছবিটি দেখতে পারবেন আপনি।</span></p>
<p><strong>মেরি কম</strong></p>
<p>প্রিয়ঙ্কা চোপড়া এই ছবির মুখ্য চরিত্রে। মেরি কমের জীবনের ওপর এই ছবি।&nbsp;<span class="Y2IQFc" lang="bn">সুনীল থাপা, রবিন দাস অভিনীত ছবিটি ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। প্রায় ৮৬ কোটি টাকা আয় করেছে এই ছবিটি বিশ্বজুড়ে। নেটফ্লিক্সে দেখতে পারেন মেরি কম সিনেমাটি।&nbsp;</span></p>
<p><strong><span class="Y2IQFc" lang="bn">জো জিতা ওহি সিকন্দর</span></strong></p>
<p><span class="Y2IQFc" lang="bn">আমির খান, আয়েশা শুক্ত, দীপক তিজোরি অভিনীত ছবি জো জিতা ওহি সিকন্দর। ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। বিশ্বজুড়ে ৭ কোটি টাকা আয় করেছিল সিনেমাটি। জি ফাইভে দেখতে পারবেন এই ছবিটি।</span></p>
<p><strong><span class="Y2IQFc" lang="bn">সুরমা</span></strong></p>
<p>দিলজিৎ দোসাঞ্জ, তাপসী পান্নু, অঙ্গদ বেদি অভিনীত ছবি সুরমা। ২০১৮ সালে মুক্তি পায় এই ছবিট। বক্স অফিস ইন্ডিয়ার মতে, এই ছবিটি বিশ্বব্যাপী ৪৯ কোটি টাকা আয় করেছে। নেটফ্লিক্স ও সোনি লিভে দেখা যাবে এই ছবিটি।</p>