স্বাধীনতা দিবসে পুলিশের অনুমতি ছাড়াই করা যাবে যে কোনও মিছিল: মাদ্রাজ হাইকোর্ট

স্বাধীনতা দিবস উজ্জাপনের জন্য যে কোনও ধরণের মিছিল আয়োজন করতে পুলিশের কোনও অনুমতির প্রয়োজন নেই। পুলিশকে লিখিতভাবে জানিয়ে এই ধরণের মিছিলের আয়োজন করতে পারবেন যে কেউ। বিজেপির করা এক মামলায় এই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট।

আরও পড়ুন – আরজি করকাণ্ডে ছেলেকে জড়িয়ে বদনাম করার চেষ্টা করছে দলেরই একাংশ: সৌমেন মহাপাত্র

পড়তে থাকুন – ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদে বসতে পারবেন না সন্দীপ, স্থগিতাদেশ হাইকোর্টের

 

আদালত জানিয়েছে, পায়ে হেঁটে, বাই সাইকেল বা মোটরসাইকেল নিয়ে স্বাধীনতা দিবস উজ্জাপনের যে কোনও ধরণের মিছিল আয়োজন করতে পুলিশের অনুমতির দরকার নেই। আয়োজকরা মিছিলের ব্যাপারে পুলিশকে লিখিতভাবে জানালেই চলবে। এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জি জয়চন্দ্রন।

আরও পড়ুন – আরজি কর-কাণ্ডে পুলিশি তদন্তে অনাস্থা, CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

১৫ অগাস্ট বাইক মিছিলের আয়োজন করতে চেয়ে তামিলনাড়ুর দ্রাবিড় মুনেত্রা কাজ়াঘাম সরকারের পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিজেপি। আবেদনকারী জানিয়েছেন, ১৫ অগাস্ট রাজ্যের সমস্ত জেলাসদরে বাইক মিছিল করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু অনুমতি দিতে অস্বীকার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয় এতে বিভিন্ন জায়গায় রাস্তা ও ফ্লাইওভার তৈরির কাজ বিঘ্নিত হতে পারে। এর পর আদালতের দ্বারস্থ হন তাঁরা। যদিও আদালতে সরকারি আইনজীবী বলেন, জাতীয় পতাকার অবমাননা রুখতে এই পদক্ষেপ করেছে সরকার।