‘‌চল্লিশ কোটি মানুষের রক্ত বইছে আমাদের শরীরে’, বিকশিত ভারত গঠনে বার্তা মোদীর‌

আজ দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আজ, বৃহস্পতিবার অংশ নেন। প্রত্যেকবারের মতো এবারও তিনি নয়াদিল্লির লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন। সেখানে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন। আর ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত জাতি হিসাবে গড়ে তোলা হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তখনই ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণ হবে। এখানে নিজের ঢাকও পিটিয়েছেন প্রধানমন্ত্রী। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বেশ কয়েকটি কথা আজ বলেছেন প্রধানমন্ত্রী। এবার তৃতীয়বার সরকারে এসে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন স্বপ্ন ফেরি করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে বলেন, ‘‌বিকশিত ভারত ২০৪৭ শুধু একটা কথার কথা নয়, এটা ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নপূরণ করবে। আমরা সক্ষম ভারতকে উন্নত জাতিতে পরিণত করতে ২০৪৭ সালের মধ্যে। এখন যে জনসংখ্যা ভারতের তাঁদের রক্তেই বইছে ৪০ কোটি ভারতবাসীর রক্ত যাঁরা উপনিবেশিক শাসনকে উপড়ে ফেলেছিল। যদি এই ১৪০ কোটি মানুষ একসঙ্গে হয়ে এক লক্ষ্যে হাঁটে তাহলে খুব সহজেই ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত জাতি হয়ে উঠবে।’‌

আরও পড়ুন:‌ ‘‌প্রত্যেক হুলিগান ক্যামেরায় ধরা পড়েছে’‌, আরজি কর হামলা নিয়ে বড় অভিযোগ তৃণমূল মুখপাত্রের

অন্যদিকে স্বাধীনতার আগের কথা যদি স্মরণ করা যায় তবে দেখা যাবে শতবর্ষের দাসত্বের বিরুদ্ধে অবিরত যুদ্ধ চালিয়েছেন দেশবাসী বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ‘‌১৮৫৭ সালের আগেও আদিবাসী ক্ষেত্র থেকে স্বাধীনতার লড়াই হয়েছে। দাসত্ব, অত্যাচারী শাসক, যন্ত্রণার পরও প্রায় ৪০ কোটি দেশবাসী তখন স্বাধীনতার যুদ্ধ করেছিলেন। আমরা গর্বিত যে আমাদের শরীরে তাদের রক্ত বইছে। আজ আমরা ১৪০ কোটির দেশ। যদি ৪০ কোটি দাসত্বের বেড়ি ভাঙতে পারে, স্বাধীনতা অর্জন করতে পারে, তাহলে ১৪০ কোটি মানুষ কী করতে পারে, ভাবুন। পায়ে পা মিলিয়ে যদি দেশবাসী এগিয়ে চলে, তবে যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন, যতই অভাব থাকুক না কেন, আমরা বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করতে পারব।’‌

এছাড়া স্বাধীনতা আন্দোলনে যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের স্যালুট করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁদের জন্য আমাদের সৌভাগ্য হয়েছে স্বাধীনতা দিবস পালন করতে পারছি বলেও মন্তব্য করেন মোদী। কয়েক বছর ধরে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমাদের চিন্তা বেড়েছে। অনেকে তাদের পরিবারের মানুষকে হারিয়েছেন। তাদের প্রতি সহানুভুতি ব্যক্ত করছি বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‌এই বছর এবং গত কয়েক বছর প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। প্রচুর মানুষের জীবন এবং সম্পত্তি নষ্ট হয়েছে। গোটা জাতি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আজ সকলের প্রতি সহানুভূতি ব্যক্ত করে বলছি, এই জাতি কঠিন সময়ে তাঁদের পাশে থাকবে।’‌