বোর্ডের দায়িত্ব আমার প্রাপ্য নয়, দাবিও করতে পারি না: মাশরাফি

অনেক আগে থেকেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে চাইছেন ক্রিকেট ভক্তরা। এই বছরের শুরুতে নাজমুল হাসান পাপন যখন ক্রীড়ামন্ত্রী হলেন, তখন মাশরাফিকে বোর্ড সভাপতি করারও দাবি উঠেছিল। তবে তার পক্ষ থেকে কখনোই এমন কিছু শোনা যায়নি। কোটা সংস্কার আন্দোলনের পর মাশরাফিকে নিয়ে প্রচুর সমালোচনা হলেও গত কিছুদিন ধরে ফেসবুকে একটি ইভেন্ট তৈরি হয়েছে। যেখানে মাশরাফিকে বোর্ড প্রধান হিসেবে দেখতে চাচ্ছেন অনেকেই। 

যদিও মাশরাফি মনে করেন, ক্রিকেট বোর্ডের দায়িত্ব তার প্রাপ্য নয়। অনলাইন প্ল্যাটফর্ম নট আউট নোমানকে গতকাল রাতে তিনি বলেছেন, ‘আমি সংসদ সদস্য হওয়ার পর খেলা বাদ দিয়ে ক্রিকেট বোর্ডে যাইনি সাধারণত। নিজের কথা আসলে ভাবিনি। যে জায়গায় ছিলাম, হয়তো ওপরের মহলে গিয়ে বলতে পারতাম যে ক্রিকেটে এই কাজটা করতে চাই বা ওই দায়িত্ব নিতে চাই। কিন্তু নিজের কথা বলতে চাইনি কখনই। যখন বলার সুযোগ ছিল, তখনই বলিনি। এখন যে পরিস্থিতি, আমার কাছে মনে হয়, ক্রিকেট বোর্ডে থাকা বা এ রকম কোনও দায়িত্ব আমার প্রাপ্য নয়। আমি দাবিও করতে পারি না।’

বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে নেই, ডিজার্ভও করেন না দাবি করে মাশরাফি বলেছেন, ‘যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না! যদি ছোট কোনও প্ল্যাটফর্মে সুযোগ আসে, সেই জায়গা থেকে চেষ্টা করতে পারি। কিন্তু বড় পরিসরে বা বোর্ডে গিয়ে বলবো, এখন কাজ করতে চাই ক্রিকেট নিয়ে, এটা অনেকটা সুযোগসন্ধানী ব্যাপার হয়ে যাবে। এই জায়গা থেকে মনে হয়, এটা আমার প্রাপ্য নয়। হ্যাঁ, ক্রিকেট আমার রক্তে আছে। কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো। কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই। ডিজার্ভও করি না।’

বাস্তবতাও মাশরাফির জন্য কঠিন। কেননা তিনি কোনও ক্লাবের কাউন্সিলর নন। আর সেটি ছাড়া কোনওভাবেই বোর্ডে আসা সম্ভব নয়। গঠণতন্ত্র অনুযায়ী বিসিবির কাউন্সিলর থেকে পরিচালক পদে নির্বাচিত হওয়ার পরই সভাপতি হওয়ার সুযোগ থাকে। এখনো ক্রিকেট চালিয়ে যাওয়া মাশরাফি কাউন্সিলর কিংবা পরিচালক কিছুই নন। বিসিবির কাছে মাশরাফি এখনো অন্য একজনের মতো সাধারণ ক্রিকেটারই।
 
এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘আমি তো আর আন্তর্জাতিক ক্রিকেট খেলি না। বিপিএল খেলি আর ঢাকা প্রিমিয়ার লিগ। ভেবেছিলাম আর এক মৌসুম খেলে হয়তো বাদ দেবো। এখন যে পরিস্থিতি, তাতে আদৌ বিপিএল হয় কি না বা ঢাকা লিগ হয় কি না, কে জানে। সময় হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো।’