CBIকে জিজ্ঞাসা করুন, কলকাতা পুলিশ কেমন তদন্ত করেছে, কোনও প্রমাণ লোপাট করেছে কিনা

বৃহস্পতিবার রাতে আরজি কর মেডিক্যাল কলেজে দুষ্কৃতীতাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ – বিধ্বস্ত কলকাতার নগরপাল বিনীত গোয়েল। হাসপাতালের এমারজেন্সি ওয়ার্ডে ভাঙচুরে পুলিশি ব্যর্থতার অভিযোগ খারিজ করে বৃহস্পতিবার ভোর রাতে তিনি বলেন, সিবিআইকে জিজ্ঞাসা করুন কলকাতা পুলিশ কোনও প্রমাণ নষ্ট করেছে কি না।

আরও পড়ুন – চিকিৎসক খুনে অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা করতে অস্বীকার চিকিৎসকদের, বিপাকে CBI

পড়তে থাকুন – ‘সন্তানের জন্ম দেওয়ার ১৪ দিনের মাথায় স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ’

 

আরজি কর মেডিক্যালে স্নাতকোত্তর প্রশিক্ষণরত মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে বিরোধীরা। এমনকী দ্রুত সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পিছনে প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্টও। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ খারিজ করে ক্ষোভে ফেটে পড়েন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেছি। আর কেউ থাকলে তাকেও গ্রেফতার করার জন্য তদন্ত চলছিল। কিন্তু সিবিআইকে গিয়ে জিজ্ঞাসা করুন কলকাতা পুলিশ কেমন তদন্ত করেছে। তারা কোনও তথ্যপ্রমাণ নষ্ট করেছে কি না। আমরা সিবিআইয়ের হাতে তদন্ত সংক্রান্ত সমস্ত নথি ও তথ্যপ্রমাণ তুলে দিয়েছি। আরজি করের ঘটনার জন্য আমরাও সমানভাবে দুঃখিত।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতে দুষ্কৃতী তাণ্ডবে আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েছেন ডিসি নর্থ। আমরা এখানে যুদ্ধ করতে আসিনি। আমরা এসেছি আইন – শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে। পুলিশ গুলি চালায়নি। কারও প্রাণ যায়নি। আমার কাছে অসংখ্য পুলিশকর্মী নেই। যারা রয়েছেন তাদের দিয়েই আমাকে ৫০টা জায়গায় মধ্যরাতের কর্মসূচির জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে। তার ওপরে আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। সেখানেও বাহিনী মোতায়েন করতে হয়েছে।’

আরও পড়ুন – ‘পাওয়ারফুল’ সন্দীপ, মদ খাইয়ে হাতে রাখতেন জুনিয়রদের, বিস্ফোরক এক্স ডেপুটি সুপার

মঙ্গলবার কলকাতা পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করে আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।