Vinesh Phogat Check the next step from IOA after CAS rejects appeal of Indian Women Wrestler

নয়াদিল্লি: প্রাক স্বাধীনতার সন্ধ্যায় বিরাট ধাক্কা খেয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ভারতীয় অলিম্পিক্স সংস্থা (IOA) জানিয়েছে, বিনেশ ফোগত (Vinesh Phogat) মামলায় রায় জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত। জানিয়ে দিয়েছে, বিনেশের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। যুগ্ম রুপো দেওয়ার যে আবেদন করেছিলেন ভারতের মহিলা কুস্তিগীর, তা নাকচ হয়ে গিয়েছে।

বিনেশের কি পদক পাওয়ার সব আশা শেষ? আর কি কোনওভাবে আবেদন করতে পারবেন ভারতের মহিলা পালোয়ান? ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, ক্যাসের সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আবেদন করা হতে পারে।

ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) প্রেসিডেন্ট পি টি ঊষা (PT Usha) জানিয়েছেন, তিনি গোটা ঘটনায় স্তম্ভিত। হতাশ। ক্যাসের এক সদস্যের বিচারক কমিটি বিনেশের আবেদন প্রত্যাখ্যান করেন। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা ও বিশ্ব কুস্তি সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আবেদন করতে পারেন বিনেশ। এ ব্যাপারে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সব দিক। বিনেশ ফোগতের কেসে চেষ্টার কোনও কসুর রাখতে চায় না আইওএ।

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিনেশ। ফাইনালে উঠলেও বাতিল হয়ে যান তিনি। ভারতীয় অলিম্পিক সংস্থা থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৪ অগাস্টের সিদ্ধান্তে বিনেশের আবেদন নাকচ করা হয়েছে। বিনেশের দাবি ছিল মূলত দুটি। এক, তাঁকে ফাইনালে নামতে দেওয়া হোক। দুই, তা না হলে তাঁকে যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করা হোক। প্রথম দাবিটি শুরুতেই নাকচ করে দিয়েছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। তবে যুগ্মভাবে রুপোর পদকের আবেদনের শুনানি হয়েছিল। যেখানে বিনেশের হয়ে সওয়াল করেছিলেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে।

 

বিনেশের পক্ষ থেকে বলা হয়েছিল, যেহেতু তিনি ফাইনাল পর্যন্ত উঠেছিলেন স্বচ্ছভাবে, সমস্ত নিয়ম মেনে, তখন সেই নিরিখে কেন তাঁকে রুপোর পদক দেওয়া হবে না?

আরও পড়ুন: রঞ্জি ট্রফির প্রস্তুতিতে বিশেষ নকশা বাংলার, অভিষেক-মনদীপদের বিরুদ্ধে খেলবেন ঋদ্ধিরা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন