গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের ইসরায়েলি হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। স্থানীয় সময় শনিবার (১৭ আগস্ট) ওয়াইদা শহরে এই হামলা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা সেখান থেকে রকেট নিক্ষেপ করছে দাবি করে, বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নতুন করে আদেশ জারি করেছে ইসরায়েল।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, নিহতদের অধিকাংশই একই পরিবারের এবং তাদের মধ্যে আট শিশু ও চার নারী রয়েছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, হামলায় হতাহতদের বিষয়ে তারা অবগত এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশী আবু আহমেদ হাসান বলেন, ‘বাচ্চা-কাচ্চাসহ তারা তাদের বিছানায় ঘুমিয়ে ছিল। তারপর তিনটি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তু করে।

রয়টার্সকে তিনি আরও জানান, বাড়ির মালিক একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন। ‘এখানে কোন সামরিক তৎপরতা নেই’ বলেও জোর দাবি করেন হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শনিবার ইসরায়েলের সামরিক মুখপাত্র আরবি ভাষায় নির্দেশনা পোস্ট করেছে। সেটিতে জাওয়াইদার নিকটবর্তী মাগাজি জেলাসহ মধ্য গাজার কিছু অংশের বাসিন্দাদের একটি নির্দেশিত মানবিক অঞ্চলে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়।

তিনি বলেন, সশস্ত্র যোদ্ধারা ওই স্থানগুলো থেকে রকেট নিক্ষেপ করছে এবং সেনাবাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

জাওয়াইদার কোন এলাকায় তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানকার বাসিন্দারা সামরিক নির্দেশনা পেয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা যাচাই করতে পারেনি রয়টার্স।

বাসিন্দারা জানান, মাগাজি থেকে হাজার হাজার মানুষ বেরিয়ে আসছে।