ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করলেন ছাত্রদল নেতাকর্মীরা

বরিশালের গৌরনদীর বার্থী ইউনিয়নের বড় দুলাদী গ্রামে দাবি করা চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের কর্মী রাশেদ সিকদারকে (২২) পিটিয়ে হত্যা করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। নিহত রাশেদ ওই গ্রামের কালাম শিকদারের ছেলে।
 
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাশেদ ঢাকায় ইসলামবাগ এলাকায় ভাইয়ের ব্যবসা পরিচালনা করতেন।
 
নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদার ও তার ভাই হামিম তালুকদার সম্প্রতি রাশেদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করে রাশেদ। শুক্রবার বিকালে রাশেদ ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে আলামিন তালুকদার, ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার, হামিম তালুকদারসহ ১০-১২ জন দাবিকৃত চাঁদা দেওয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে রাশেদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হলে বেধড়ক মারধর করে জখম করা হয়। গুরুতর অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাশেদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শনিবার ভোররাতে ঢাকায় নেওয়ার পথে রাশেদ মারা যায়।
 
রাসেল শিকদার আরও বলেন, শনিবার সকালে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। পরে লাশ থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে ময়নাতদন্তের জন্য দুপুরে মর্গে পাঠানো হয়।
 
নিহতের স্ত্রী সুমী বেগম বলেন, ফোন করে ছাত্রদল কর্মী সাইমুন তালুকদার রাশেদকে সন্ধ্যায় বার্থী বাজারে যেতে বলে। তখন আমার ছেলে রাফসান (২) বাবার কাছে মিষ্টি খাওয়ার বায়না করেছিল। ফোন পেয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে ও ছেলের জন্য মিষ্টি আনতে বার্থী বাজারে যায়। সেখানে যাওয়ার পর তাকে পিটিয়ে আহত করা হয়। এরপর মারা যায়। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমি।
 
বড়দুলালী গ্রামের বাসিন্দা ও বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিপুল সরকার বলেন, রাশেদ শিকদার তার ফেসবুক আইডিতে ছাত্রলীগের সমর্থনে বিভিন্ন সময় পোস্ট দিয়ে আসছিল। ওই ঘটনার জের ধরে তার কাছে চাঁদা দাবি করেছিল ছাত্রদলের নেতাকর্মীরা। দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করেছে তারা।
 
অভিযোগের বিষয়ে জানতে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
 
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে রাশেদকে পিটিয়ে হত্যার অভিযোগ এনে নিহতের ভাই রাসেল শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় হত্যা মামলা করেছেন। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
 
এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, কে কোন দলের সেটা বড় কথা নয়। এখানে একজন নিরীহ যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর বিচার এবং অভিযুক্তদের গ্রেফতারে ইতোমধ্যে আমি থানার ওসির সঙ্গে কথা বলেছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।