Centre urges doctor to resume work: মানুষের জন্য কাজে ফিরে আসুন, RG কর ধর্ষণ কাণ্ডের মধ্যে চিকিৎসকের আর্জি কেন্দ্রের

মানুষের স্বার্থে প্রতিবাদী চিকিৎসকদের কাজ শুরু করার আর্জি জানাল কেন্দ্রীয় সরকার। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন যে কর্মবিরতি বা ধর্মঘটে সামিল হয়েছে, সেই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সেই আর্জি জানানো হয়েছে। শনিবার প্রতিবাদী চিকিৎসকের কাছে আর্জি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। বৃহত্তর জনস্বার্থে চিকিৎসকরা যাতে ফের স্বাভাবিক পরিষেবা প্রদান করেন, সেই আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

দেশজুড়ে আজ ধর্মঘট চিকিৎসকদের

আর কেন্দ্রের তরফে যেদিন সেই আর্জি জানানো হয়েছে, সেদিন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতি পালন করছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা-সহ একগুচ্ছ দাবিতে শনিবার সকাল ছ’টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। চলবে রবিবার সকাল ছ’টা পর্যন্ত। 

বিমানবন্দরের মতো হাসপাতালে নিরাপত্তার দাবি 

সেই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালে শুধুমাত্র জরুরি পরিষেবার বিভাগে চালু আছে। বন্ধ রয়েছে ওপিডি-সহ অন্যান্য বিভাগ। একমাত্র অত্যন্ত জরুরি অস্ত্রোপচার ছাড়া অন্যান্য অপারেশন করা হচ্ছে না। 

আরও পড়ুন: RG Kar Junior Doctor’s mother: ‘আপনার মেয়ে অসুস্থ, কেস ঘোরানোর’ চেষ্টা করছিল পুলিশ, বিস্ফোরক RG করের তরুণীর মা

আইএমএয়ের দাবি, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিমানবন্দরের মতো হাসপাতালে নিরাপত্তার বন্দোবস্ত করার দাবি তোলা হয়েছে। সেজন্য হাসপাতালে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা। জোরদার করতে হবে নিরাপত্তা। চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করতে হবে।

স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা বিশেষ কমিটি গঠন কেন্দ্রের

সেই আবহে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, আইএমএ এবং দিল্লির রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ গভর্নমেন্টাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেটার প্রেক্ষিতে একটি কমিটি গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্র। চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়ে সুপারিশ করবে ওই কমিটি। সেই কমিটিতে সবপক্ষের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকবেন।

আরও পড়ুন: Mamata and Sandip alleged connection: ‘মমতাকে খাম দিতেন গুণধর সন্দীপ, ২০২১-তে ভালো পায়ে ব্যান্ডেজ করেন’, বিস্ফোরক দাবি

ওই আশ্বাস দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘বৃহত্তর জনস্বার্থে এবং ডেঙ্গু ও ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে চিকিৎসকরা যেন কাজে ফিরে আসেন, সেই অনুরোধ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।’ যদিও বিষয়টি নিয়ে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, আইএমএ এবং দিল্লির রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অফ গভর্নমেন্টাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: FIR for attack of Doctors and Nurses: ডাক্তার-নার্সরা আক্রান্ত? ৬ ঘণ্টার মধ্যে FIR করুন! RG করের আবহে নির্দেশ সরকারের