স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের ছবি ও ভিডিও সংরক্ষণ বন্ধ করবেন যেভাবে

ফোনের গ্যালারিতে হঠাৎ অচেনা কারোর ছবি দেখে বিব্রত হয়ে পড়েছেন? এটা হয়তো হোয়াটসঅ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে এটি ঢুকে পড়েছে আপনার ফোনের গ্যালারিতে। অনেক সময় ফোনের মেমোরিও পূর্ণ হয়ে যায় হোয়াটসঅ্যাপ থেকে চলে আসা এসব ছবি বা ভিডিও ফাইলের কারণে। আবার নিজের অজান্তেই অনেক বেশি ইন্টারনেট ডেটাও খরচ হয়ে যায়।অপ্রয়োজনীয় ফাইল বাছাই করা ও ফেলে দেওয়াটাও যথেষ্ট সময়সাপেক্ষ কাজ। খুব সহজেই কিন্তু এই অটো সেইভ হওয়া বা গ্যালারিতে সংরক্ষিত হওয়া থেকে আটকাতে পারেন মিডিয়া ফাইল। সব চ্যাটের জন্য বা নির্দিষ্ট কথোপকথনের জন্য এমন ব্যবস্থা কীভাবে করবেন জেনে নিন। 

যদি গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ মিডিয়া ফাইলগুলো সংরক্ষণ না করতে চান তবে সব চ্যাটের জন্য মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করে দিন। এজন্য হোয়াটসঅ্যাপ খুলে উপরের ডান দিকে তিনটি বিন্দু সিলেক্ট করুন। ড্রপডাউন মেন্যু থেকে সেটিংস নির্বাচন করুন, এরপর চ্যাটে যান। মিডিয়া ভিজিবিলিটি অপশনটি পাবেন এখানে। বন্ধ করে দিন এটি। মিডিয়া দৃশ্যমানতা বন্ধ হয়ে গেলে, ডাউনলোড করা যেকোনো নতুন মিডিয়া ফাইল আপনার ফোনের গ্যালারিতে আর প্রদর্শিত হবে না। 

নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাট বা গ্রুপ থেকে মিডিয়া সংরক্ষণ বন্ধ করতে চাইলে ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ খুলুন প্রথমে। আরও বিকল্পের জন্য উপরের ডান কোণায় তিনটি উল্লম্ব বিন্দুতে চাপুন। ভিউ কন্টাক্টে যান। সেখানেই পাবেন মিডিয়া ভিজিবিলিটি অপশনটি। অপশনটি বন্ধ করে দিন।